বাজারে এলো ১৬ জিবি র‌্যামের স্মার্টফোন। ডিভাইসটি এনেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইকিউও। ফোনটির মডেল আইকিউও ১১ ৫জি। একটি দুর্দান্ত প্রসেসরে গেমিং ফোন।

iqoo 11আইকিউও ১১ ৫জি

আইকিউওয়ের নতুন এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ২কে স্যামসাং ই৬ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের ডিজাইনটি পাঞ্চ-হোল স্টাইলের। আরও থাকছে ১০-বিট কালার, ৫১৭ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সুবিধা।

মাল্টিটাস্কিং ও ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস প্রিলোডেড থাকছে।

প্রতিষ্ঠানের দাবি, এই লেটেস্ট স্মার্টফোনে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে।

ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২এক্স জুমসহ ১৩ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল স্ন্যাপার। ফটোগ্রাফির মান উন্নত করতে এতে রয়েছে ভিভো ভি২ চিপ, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সক্ষম।

ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেমের এই ফোনে রয়েছে আইআর সেন্সর এবং অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওভার হিটিংয়ের সমস্যা থেকে ব্যবহারকারীদের রেহাই দিতে রয়েছে ভিসি লিকুইড কুলিং সিস্টেম। এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ১২০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার টাকা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.