আপনি পড়ছেন

আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। ইতোমধ্যে রীতি অনুযায়ী এ ফল প্রকাশে উদ্যোগ নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ssc exam bdএইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

গেল ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে কমিটি।

কমিটি সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় ফল প্রকাশের জন্য ১১ থেকে ১২ ফেব্রুয়ারি কথা উল্লেখ করা হয়েছে। এ প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর সম্মতিতে ফল প্রকাশের দিন চূড়ান্ত হবে।

পরীক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে এইচএসসি'র খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছি আমরা।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। ১৩ ডিসেম্বর বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।