আপনি পড়ছেন

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসনের সফর বাতিল করেছে তুরস্ক। স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টর ডানপন্থী গোষ্ঠীর বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) তুরস্ক সফরে আসার কথা ছিল সুইডিশ মন্ত্রীর। খবর আল জাজিরা।

paul johnson
সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন

সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর শনিবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, স্টকহোমে তুরস্কবিরোধী পরিকল্পিত বিক্ষোভের কারণে এ সফর বাতিল করা হয়েছে। ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে আঙ্কারাকে তার আপত্তি থেকে সরানোই ছিল জনসনের তুরস্ক সফরের লক্ষ্য।

সম্প্রতি সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদান নিয়ে আপত্তি তোলে আঙ্কারা। এরপর থেকে দুই দেশের রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। এরমধ্যে স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে দেশটির চরম ডানপন্থীদের বিক্ষোভের অনুমতি দেয় সুইডেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তুরস্ক।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, 'এই মুহূর্তে, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী জনসন ২৭ জানুয়ারির তুরস্ক সফরের তাৎপর্য হারিয়েছে। তাই আমরা সফরটি বাতিল করেছি।' সুইডেন তাদের মাটিতে তুরস্ক বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে আঙ্কারা।

১৪ জানুয়ারি সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে ডানপন্থী চরমপন্থীদের বিক্ষোভের অনুমতি দেয় সুইডেন। পরিকল্পিত এই বিক্ষোভকে 'ঘৃণার সুস্পষ্ট অপরাধ' বলে নিন্দা করেছেন তুরস্কের রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিন।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, 'আমাদের সমস্ত সতর্কতা সত্ত্বেও এই পদক্ষেপের অনুমতি দেওয়া ঘৃণামূলক অপরাধ এবং ইসলামোফোবিয়াকে উৎসাহিত করছে। পবিত্র মূল্যবোধের উপর আক্রমণ- স্বাধীনতা নয়, আধুনিক বর্বরতা।'

শুক্রবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম টিটি বার্তা সংস্থাকে বলেছেন, সুইডেন বাক স্বাধীনতাকে সম্মান করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.