আপনি পড়ছেন

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান রেকর্ড মাত্রায় নেমে এসেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্ভাব্য নিষেধাজ্ঞার আশংকায় শনিবার এই রেকর্ড দরপতন ঘটেছে। খবর রয়টার্স

iranian currencyনিষেধাজ্ঞার মধ্যে ইরানের মুদ্রার মান রেকর্ড মাত্রায় নেমেছে

বৈদেশিক মুদ্রার বিনিময় সাইট বনবাস্ট ডটকম জানিয়েছে, ২১ জানুয়ারি, শনিবার ইরানের অনানুষ্ঠানিক বাজারে ৪ লাখ ৪৭ হাজার রিয়ালের বিনিময়ে ১ মার্কিন ডলার বিক্রি হয়েছে। আগের দিন এই মূল্য ৪ লাখ ৩০ হাজার ৫০০ রিয়াল ছিল।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। এরপর থেকে রিয়ালের মূল্য শতকরা ২৯ ভাগ কমে যায়।

এদিকে অর্থনীতিবিষয়ক ইরানি ওয়েবসাইট ইকোইরান দেশটির বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের ক্রমাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের অব্যাহত পতনের জন্য দায়ী করেছে।

ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা থমকে যাওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে ইইউ এবং তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এছাড়া বিক্ষোভকারীদের প্রতি ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ, মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়সহ ইউরোপীয় নাগরিকদের আটক করার জন্য ইইউ ইরানের ব্যাপক সমালোচনা করেছে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে ইইউ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে বিপ্লবী গার্ডের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে কিছু ইইউ সদস্য রাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আগ্রহী। তারা বিপ্লবী গার্ড বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে চায়।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.