আপনি পড়ছেন

ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনা করছে নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রতিবাদে শনিবার রাতে তেল আবিবে লাখো জনতা বিক্ষোভে ফেটে পড়ে। বিচার বিভাগ সংশোধন হলে দেশটির গণতান্ত্রিক মৌলিক বিষয়গুলোকে বিপন্ন করবে বলে মনে করছে দেশটির বিরোধীদলের নেতারা। এপির খবর।

israel netaniahu 1নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেলআবিবে লাখো জনতার বিক্ষোভ

পুলিশের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। গত সপ্তাহের বিক্ষোভের পরই নতুন এই বিক্ষোভ নেতানিয়াহু সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। নতুন সরকারের অতি-জাতীয়তাবাদী এবং অতি-অর্থোডক্স নীতির ফলে প্রাথমিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে জনগণ। এতে বিক্ষোভে সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশ নিচ্ছে।

সরকার বলছে, ক্ষমতার ভারসাম্যহীনতা বিচার, আইন প্রণয়ন এবং শাসনের ওপর খুব বেশি প্রভাব ফেলেছে। বিরোধিতা সত্ত্বেও নিজ সিদ্ধান্তে অনড় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা সমুদ্রতীরবর্তী মহানগর তেলআবিবের কেন্দ্রীয় সড়কে নেমে অবরোধ করে। জনগণ ইসরায়েলি পতাকা এবং ব্যানার উঁচিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল।

এদিকে জেরুজালেম, হাইফা এবং বেরশেবা শহরেও বিক্ষোভ হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল কর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করতে নেতানিয়াহুকে নির্দেশ দেওয়ায় তার সরকারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। আদালতের এই রায় বাস্তবায়ন চায় জনগণ। এ কারণেও তারা ক্ষুব্ধ।

খবরে বলা হচ্ছে, নেতানিয়াহু নিজেই দুর্নীতির জন্য বিচারাধীন। চলতি সপ্তাহের শুরুতে তিনি প্রতিবাদ সত্ত্বেও বিচার বিভাগীয় সংশোধনের পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকার করেন। এতে বিরোধীরা চরম ক্ষিপ্ত। তাদের বক্তব্য, মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে নেতানিয়াহু সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন।

একজন বিক্ষোভকারী বলেন, তিনি মনে করেন বিচারিক পরিবর্তনগুলো করা হচ্ছে নেতানিয়াহুকে রক্ষা করার জন্য। শুধু একজন ব্যক্তিকে রক্ষা করতে বিচার বিভাগ সংশোধন আমরা মানি না।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.