আপনি পড়ছেন

তুরস্ক থেকে সমুদ্রপথে ইউরোপে মানবপাচারের জন্য ইউক্রেনীয়দের স্থলে রুশ নাবিকদের নিয়োগ করছে পাচারকারীরা। গত এক বছরে ইতালির পুলিশ অভিবাসনপ্রত্যাশীদের বেআইনিভাবে পরিবহনের অভিযোগে কমপক্ষে ১২ জন রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে। ইউরোপের সীমান্তে অভিবাসন নিয়ে কর্মরত এনজিওগুলোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।

greece recovered migrants middle seaবলকান রুটে পুশব্যাক শুরু হওয়ায় মানব পাচারকারীরা তুরস্ক-ইতালি সমুদ্রপথ চালূ করে

ইতালির এনজিও আরচি পরকো রসো ও অলাভজনক সংস্থা বর্ডারলাইন ইউরোপের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বছরে অভিবাসী বোঝাই নৌযান পরিচালনার অভিযোগে আটককৃত রুশ নাগরিকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি সিরীয়, বাঙালি এমনকি কাজাখস্তান ও তাজিকিস্তানের মতো ভূবেষ্টিত দেশের নাগরিক আটকের সংখ্যাও অনেক বেড়েছে।

অবৈধভাবে অভিবাসন প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে বলকান অঞ্চলের স্থল রুট দিয়ে ইউরোপে আসত। ইউরোপীয় কর্তৃপক্ষ বলকান অঞ্চলে পুশব্যাক শুরু করায় তুর্কি মানবপাচারকারীরা তুরস্ক-ইতালি সমুদ্রপথ চালু করে। সাধারণত দ্রুতগতির ছোট ইয়টে অভিবাসী পরিবহন করে তারা।

তুর্কি চক্রগুলো প্রায় সময় ভাড়ায় নেওয়া অথবা চুরি করা ইয়টে অভিবাসনপ্রত্যাশীদের পরিবহন করে থাকে। ২০২১ সালে প্রায় ১১ হাজার অভিবাসনপ্রত্যাশী তুরস্কের ইজমির, বোদরুম ও কানাককালি থেকে ইতালির পুগলিয়া, কালাবরিয়া ও সিসিলি উপকূলে পৌঁছে।

গোড়ার দিকে পাচারকারীরা কেবলমাত্র ইউক্রেনীয় নাবিকদের ইয়ট চালানোর কাজে নিয়োগ করত। ডনবাস অঞ্চলে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজনে ইউক্রেন সরকার সবার জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছিল। সেনাবাহিনীতে যোগদান এড়াতে দেশছাড়া ইউক্রেনীয়দের অনেকে মানব পাচারের ইয়ট চালানোর কাজে যোগ দিত। দক্ষ নাবিক হওয়ায় তারা ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্রে নৌযান সামলানোর কাজটি ভালো পারত।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার পুরুষ নাগরিকদের দেশত্যাগের পথ আটকে দেয়। এতে করে ইউক্রেনীয় নাবিক পাওয়া কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় তুর্কি চক্রগুলো অভিবাসনপ্রত্যাশীদের নৌ চালনা প্রশিক্ষণ দিতে শুরু করে। একইসঙ্গে তারা আগের তুলনায় আরও অধিক হারে দেশ ছাড়তে থাকা রুশ নাগরিকদের নিয়োগ দিতে থাকে।

আইনজীবী জিয়ানকারলো লিবারেত্তি বলেন, অতীতে পাচারকারীরা অভিবাসী বোঝাই নৌযান চালানোর জন্য রুশ নাগরিকদের নিয়োগ করলেও সেগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা। তবে যুদ্ধ শুরুর পর থেকে আমরা এ কাজে রুশ নাবিকদের নিয়োগ বাড়তে দেখছি।

গত মে মাসে প্রায় একশ অভিবাসী বোঝাই একটি নৌকা কালাবরিয়ার পুরোনো ঘাটে ধাক্কা খেলে দুইজনের প্রাণহানি ঘটে। এদের উভয়ই রুশ নাগরিক। তারাই নৌকাটি চালাচ্ছিল বলে ধারণা করা হয়। একইভাবে নভেম্বর মাসে সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের প্রায় একশ নাগরিক বোঝাই একটি নৌযান সিসিলি উপকূলে এনে পুলিশের হাতে ধরা পড়ে তিন রুশ নাগরিক।

সিসিলির প্রসিকিউটর অফিসের প্রধান সাব্রিনা গাম্বিনো বলেন, তুরস্কের একটি সুসংগঠিত অপরাধী চক্র চুরি অথবা ভাড়া করা বিলাসবহুল ইয়টের সাহায্যে মানুষ পরিবহন করছে। ধরা পড়লে অভিবাসী বোঝাই নৌযানের চালকদের ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.