প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামীকাল বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন দুপুর ২টায় স্পিকারের সঙ্গে বৈঠক করতে সংসদে যান ইসি।
রাষ্ট্রপতি ভবন
বৈঠক শেষে সিইসি বলেন, তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বুধবার সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত হবে। তখন আপনারা সব জানতে পারবেন। এর বেশি অবহিত করার কিছু নেই।
ছয়টি আসন শূন্য রেখে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে আসন শূন্য থাকার কোনো সম্পর্ক নেই। ছয়টি আসন বা ১০০টি আসন কোনো বিষয় নয়। বর্তমানে যারা বিদ্যমান সংসদ সদস্য তাদের মধ্যে পাঁচজন বিদেশে থাকতে পারে, সেটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদকাল শেষ হবে আগামী ২৩ এপ্রিল।