হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেকমত সিকদার। মঙ্গলবার বিকেলে সাগরদিঘীতে নিজ বাড়িতে তাকে গোসল করান পরিবারের সদস্যরা। হেকমত সিকদার ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
দুধ দিয়ে গোসল করছেন ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৮ সালে ২৯ মার্চ সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের আগের রাতে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছিলেন হেকমত সিকদারের লোকজন। এ সময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকরা বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় যুবদল নেতা আবদুল মালেক।
ওই মামলায় ২০২৩ সালের ১ জানুয়ারি গ্রেপ্তার হন চেয়ারম্যান হেকমত সিকদার। এরপর সোমবার জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার বিকেলে এলাকায় ফেরেন তিনি।
হেকমত সিকদার বলেন, ‘আমার পরিবারের কেউ কখনও জেলে যায়নি। আমিই প্রথম কারাগারে গিয়েছি। তাই বাড়িতে ফেরার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করিয়েছে।’