ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শিরোপা জেতা যেন এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। পাঁচ বছরের বেশি সময় ধরে কোনো শিরোপার মুখ দেখতে পারছে না প্রিমিয়ার লিগের জায়ান্টরা। এজন্য ম্যানইউকে নিয়ে সমর্থকদের সমালোচনার শেষ নেই। তবে এবার সব সমালোচনার শেষ দেখছেন ক্লাবটির প্রধান কোচ এরিক টেন হ্যাগ।
এরিক টেন হ্যাগ
চলমান মৌসুমে চারটি শিরোপার লড়াইয়েই টিকে আছে ম্যানইউ। ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের চার নম্বরে আছে রেড ডেভিলরা। লিগ কাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে। শেষ চারের প্রথম লেগে আজ বাংলাদেশ সময় রাত ২টায় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে ঐতিহ্যবাহী ক্লাবটি।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ’র প্রতিপক্ষ রিডিং। এছাড়া ইউরোপা লিগে খেলবে বার্সেলোনার বিপক্ষে। এর আগে সবশেষ ২০১৭ সালে শিরোপা ঘরে তুলেছিল ম্যানইউ। সে মৌসুমে জিতেছিল লিগ কাপ এবং ইউরোপা লিগ। এরপর থেকেই ব্যর্থতার চোরাবালিতে আটকে আছে ম্যানচেস্টারের প্রতিনিধিরা।
এরিক টেন হ্যাগ
অবশ্য চলমান মৌসুমের ফর্ম আশা দেখাচ্ছে টেন হ্যাগকে। তাই সবশেষ লিগ ম্যাচে আর্সেনালের কাছে পরাজয়ের স্মৃতি ভুলে সামনে তাকাতে চান সাবেক আয়াক্স আমস্টারডাম কোচ। আপাতত ইংলিশ লিগ কাপের শেষ চারের প্রথম লেগ নিয়েই সব পরিকল্পনা আটছেন তিনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেন হ্যাগ বলেন, ‘এই মৌসুমে আমাদের মূল কথা হলো শিরোপা জেতা। সেই মিশনে আমাদের অনেক ভালো সুযোগ আছে। এখন আসল কাজ হলো ম্যাচ ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে।’
‘ইংলিশ লিগ কাপের দুই লেগে আমাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। আপাতত আমাদের সব মনোযোগ থাকছে প্রথম লেগ নিয়ে। এরপর কি আছে সেটা নিয়ে এখনই ভাবছি না। সেটা করলে আমাদের বিভ্রান্তিতে পড়তে হবে।’ যোগ করেন টেন হ্যাগ।