চলমান শীতকালীন দলবদলে আলোড়ন সৃষ্টি করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে যোগ দিয়েছেন পোল্যান্ডের উঠতি প্রতিভাধর ডিফেন্ডার জাকুব কিভিওর। জাতীয় দলের সতীর্থ এমন দারুণ একটি ক্লাবের অংশ হওয়ায় বেজায় খুশি বার্সেলোনার স্ট্রাইকার রবার্তো লেভানডফস্কি। কিভিওরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
লেভানডফস্কি ও কিভিওর
কিভিওরের সাথে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছে আর্সেনাল। এজন্য ২৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে চলমান প্রিমিয়ার লিগের টেবিল টপারদের। সব শর্ত পূরণ হলে আরও দুই মিলিয়ন ইউরো খরচ হবে। এক বিবৃতিতে আর্সেনাল বিষয়টি নিশ্চিত করেছে।
আর্সেনালে যোগ দেওয়ার আগে ইতালিয়ান সিরিএ’র দল স্পেজিয়াতে দুর্দান্ত দুটি মৌসুম পার করেছেন কিভিওর। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন নয় ম্যাচ। সবশেষ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে খেলা চার ম্যাচের প্রতিটাতেই শুরুর একাদশে ছিলেন ২২ বছর বয়সী ডিফেন্ডার। এবার ইংলিশ ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন কিভিওর।
জাকুব কিভিওর
চলমান মৌসুমে দারুণ সময় পার করছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। মূলত প্রধান কোচ মিকেল আর্তেতার কথা শুনেই কিভিওরকে দলে ভিড়িয়েছে লন্ডনের প্রতিনিধিরা।
বেশকিছু ইংলিশ গণমাধ্যমের দাবি, এই সেন্টার ব্যাককে নিজেদের একাদশে নিয়মিত সদস্য বানাতে আগ্রহী আর্তেতা। পোলিশ তরুণ তার প্রত্যাশার কতটা মেটাতে পারেন সেটা সময়ই বলে দেবে।
আর্সেনালের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনার আক্রমণভাগের প্রধান অস্ত্র লেভানডফস্কি বলেন, ‘আমার কথা মনে রাখুন। কিভিওর একজন সত্যিকারের খেলোয়াড়। আমি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির সময় এটা লক্ষ্য করেছি। প্রশিক্ষণে কিছু জিনিস বোঝা খুব কঠিন। তবে ম্যাচে আমি তাকে অসাধারণ পারফরম্যান্স করতে দেখেছি। সত্যিই দুর্দান্ত সম্ভাবনা।’