আইসিসি'র ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছেন ভারতের মোহাম্মদ সিরাজ। ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজেলউডকে টপকে গেছেন এই পেসার। ৭২৯ রেটিং পয়েন্ট নিয়ে ওডিআই র্যাঙ্কিংয়ের প্রথমবার শীর্ষে উঠে এলেন তিনি। তবে দ্বিতীয় স্থানে থাকা অজি পেসার হ্যাজলউডের (৭২৭) সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র দুই।
মোহাম্মদ সিরাজ
বুধবার আইসিসি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে এক নম্বরে উঠে আসেন সিরাজ। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্রুত উন্নতির প্রমাণ। গত এক বছরে ২৮ বছর বয়সী পেসার ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এই মাসের শুরুতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও সফল হয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে নয় উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে শীর্ষ উইকেট শিকারী বোলার হন সিরাজ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে জানান দেন সামর্থের। এছাড়া কিউইদের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১০৮ রানে গুটিয়ে দেয়ার পেছনে অবদান ছিল এই পেসারের।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়কের বাহবা পেয়েছেন তিনি। রোহিত শর্মা প্রশংসায় ভাসান এই পেসারকে। তিনি বলেন, ‘সিরাজ সত্যিই ভাল করেছে, সে বোঝে দল তার কাছ থেকে কি আশা করছে। নতুন বল হাত নিতে সে মুখিয়ে থাকে। দুদিকেই বল সুইং করাতে পারে সে।’
এছাড়া ভারতের আরেক পেসার মোহাম্মদ শামি ওডিআই বোলারদের র্যাংকিংয়ে ১১ ধাপ পেরিয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন।
আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে সেরা দশ:
১. মোহাম্মদ সিরাজ (ভারত), রেটিং পয়েন্ট ৭২৯
২. জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট ৭২৭
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), রেটিং পয়েন্ট ৭০৮
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট ৬৬৫
৫. রশিদ খান (আফগানিস্তান), রেটিং পয়েন্ট ৬৫৯
৬. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), রেটিং পয়েন্ট ৬৫৫
৭. সাকিব আল হাসান (বাংলাদেশ), রেটিং পয়েন্ট ৬৫২
৮. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), রেটিং পয়েন্ট ৬৪১
৯. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রেটিং পয়েন্ট ৬৩৮
১০. মুজিবুর রহমান (আফগানিস্তান), রেটিং পয়েন্ট ৬৩৭