মাঠে গড়ানোর আগেই রেকর্ড গড়ল নারীদের আইপিএল। রেকর্ড মূল্যে বিক্রি হলো পাঁচটি দলের নিবন্ধন। প্রথম মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (ডব্লিউআইপিএল) জন্য আজ বুধবার মুম্বাইতে পাঁচটি দলের নিবন্ধন হয়ে গেল। রেকর্ড ৪ হাজার ৬৭০ কোটি রুপিতে এই পাঁচটি দলের মালিকানা কিনে নিয়েছে কোম্পানিগুলো। খবরটি জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মেয়েদের আইপিএলে দল বিক্রির রেকর্ড!
পৃথক টুইটে পাঁচটি দলের নাম প্রকাশ করেছে বিসিসিআই। সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১২৮৯ কোটি রুপিতে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবে দলটি। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড মুম্বাইয়ের হয়ে দল কিনেছে ৯১২.৯৯ কোটি রুপিতে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে ৯০১ কোটি রুপিতে। জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড ৮১০ কোটি রুপিতে দল কিনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি নামে। এছাড়া লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৭৫৭ কোটি রুপিকে দল কিনেছে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড। এদিকে কলকাতার ফ্রাঞ্চাইজি শাহরুখ খানের দল আবেদন করেও নারী আইপিএলে দল পায়নি।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বুধবার টুইটারে লিখেছেন, ‘বিসিসিআই এই টুর্নামেন্টের নাম দিয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। ২০০৮ সালে আইপিএল উদ্বোধনের জন্য দল বিক্রি থেকে যে পরিমাণ আয় হয়েছিল তার চেয়ে বেশি অর্জিত হয়েছে মহিলা আইপিএলের দল বিক্রি থেকে।’
তিনি আরও বলেন, ‘আজ ক্রিকেটে একটি ঐতিহাসিক দিন। কারণ উদ্বোধনী ডব্লিউআইপিএল দল বিক্রিতে ২০০৮ সালে উদ্বোধনী পুরুষদের আইপিএলের রেকর্ড ভেঙে দিয়েছে! বিজয়ীদের অভিনন্দন কারণ আমরা মোট ৪৬৬৯.৯৯ কোটি রুপি অর্জন করেছি। এটি নারীদের ক্রিকেটে একটি বিপ্লবের সূচনা করল। শুধুমাত্র আমাদের নারী ক্রিকেটারদের জন্যই নয়, সমগ্র ক্রীড়া বিশ্বের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু হলো।’