উয়েফা নেশন্স লিগ সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়ে গেলে। জল্পনা-কল্পনা দূরে ঠেলে জানা গেলে কে কার মুখোমুখি হচ্ছে সেমিতে। চলতি বছরের ১৮ জুন মাঠে গড়াবে ফাইনাল।
উয়েফা নেশন্স লিগ: সেমিফাইনালে যে যার মুখোমুখি
এর আগে ১৪ জুন রটারডামের ফেনুর্ড স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। পরের দিন ১৫ জুন এনশেডের ডি গ্রস ভেস্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামবে স্পেন। দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে।
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জুন ফাইনাল খেলার আগে, বিকেল ৩ টায়।
২০১৮ সালে শুরু হওয়া নেশন্স লিগের এটি তৃতীয় আসর। এর আগের দুইবারের ট্রফি নিয়েছে পর্তুগাল ও ফ্রান্স। ২০১৮-১৯ আসরে ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ফাইনালে একমাত্র গোলটি করেন গনসালো ম্যানুয়েল গুইদেস।
২০২০-২১ নেশন্স লিগের আসর বসে ইতালিতে। স্বাগতিক ইতালিকে সন্তুষ্ট থাকতে হয় তৃতীয় হয়ে। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যায় ইতালি। মিলানের সান সিরো স্টেডিয়ামে স্পেনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ফ্রান্স। করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে গোল করেন ফাইনালে। ফাইনাল সেরা হয়েছিলেন বেনজেমা।