মধুমেলায় এক পিস ‘বালিশ মিষ্টি’ ৩০০ টাকা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
এক পিস মিষ্টির ওজন এক কেজি এবং দাম ৩০০ টাকা। এই মিষ্টির নাম ‘বালিশ মিষ্টি’। এই মিষ্টি পাওয়া যাচ্ছে যশোরের সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলায়। মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে চলছে এই মধুমেলা। মেলায় এই মিষ্টি বানিয়ে এনেছে নড়াইলের টুম্পা মিষ্টান্ন ভাণ্ডার।
মধুমেলায় ‘বালিশ মিষ্টি’
জানা গেছে, এই মিষ্টি বানিয়েছেন নড়াইল ও সাতক্ষীরার কারিগররা। এই মিষ্টি দেখতে ও স্বাদ নিতে ভিড় করছেন মেলায় আসা দর্শনার্থীরা। মধুমেলা শুরু হয়েছে ২৫ জানুয়ারি, চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
সাতক্ষীরা থেকে মেলায় এসেছেন মোমিতা বিশ্বাস, তিনি বলেন, এ মেলায় এবারই প্রথম আসা। মেলায় ঢুকেই মিষ্টিটা চোখে পড়ল। এমন মিষ্টি আমি আগে কখনো দেখিনি।
রাকিব হাসান নামের আরেক দর্শনার্থী বলেন, এবারের মেলায় ব্যতিক্রমী এ মিষ্টি দেখলাম। কিনতে চেয়েছিলাম কিন্তু দামটা কিছুটা বেশি মনে হচ্ছে।
নাজমা আক্তার নামে একজন বলেন, এই প্রথম বালিশ মিষ্টি দেখলাম। খাওয়ার পর ভালোই লেগেছে। দামটা একটু বেশি মনে হচ্ছে, তবুও নতুন এই মিষ্টি বাসার জন্যও নিয়ে যাব।
টুম্পা মিষ্টান্ন ভাণ্ডারের সত্ত্বাধিকারী সাইদুর রহমান বলেন, মধুমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। তাদের জন্য এ ভিন্ন রকমের মিষ্টি তৈরি করে থাকি।
এবারের মধুমেলায় বৃহৎ পরিসরে বসেছে। এখানে শুধু বালিশ মিষ্টিই নয়, পাওয়া যাচ্ছে জর্দা মিষ্টি, পোলাও মিষ্টি, বালুশা মিষ্টি, রাজভোগ মিষ্টিসহ আরও অনেক ধরনের মিষ্টি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.