আপনি পড়ছেন

চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে একটি মামলায় সাক্ষ্য দিতে ফিলিপাইনে গেছেন বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। অর্থ উদ্ধারে দেশটির আইন বিভাগ, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগসহ বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তারা।

bangladesh bank 1
মামলায় সাক্ষ্য দিতে ফিলিপাইনে গেছেন বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল

তবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস আজ সোমবার ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দেবেন।

গতকাল রোববার প্রতিনিধি দলে থাকা বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, বিএফআইইউ ও সিআইডির দুই জন করে কর্মকর্তা ফিলিপাইন গেছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের সঙ্গে সেখানে যোগ দেবেন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে প্রতিনিধি দল।

বৈঠকে বিভিন্ন পর্যায়ে আলোচনা ছাড়াও ফিলিপাইনের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ফিলরেমের সম্পত্তি ক্রোকের এক মামলায় সাক্ষ্য দেবেন প্রদিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে শুনানি হবে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আওতায়।

এদিকে ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপাইনের আরসিবিসিসহ ৬ আসামির ‘মোশন টু ডিসমিস’ বা মামলা না চালানোর আবেদন খারিজ হয়েছে। এমন সময় ফিলিপাইনে এ সফরের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশের পক্ষে পাওয়া সেই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলমান রাখতে আর কোনো বাধা নেই। তবে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আরসিবিসিসহ অন্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট কোর্ট।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো দুই কোটি ডলার ফেরত পায় বাংলাদেশ।

এছাড়া ফিলিপাইনে নেওয়া বাকি ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ক্যাসিনো মালিক কিম অং ফেরত দিলেও অবশিষ্ট ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধারে চেষ্টা করছে বাংলাদেশ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.