টেলিযোগাযোগ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো ‘ডাক ও টেলিযোগাযোগ পদক ২০২৩’ প্রদান করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার রাতে এক অনুষ্ঠানে ১২টি ক্ষেত্রে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়।

ict awardডাক ও টেলিযোগাযোগ পদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মনোনীত ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন। ১২টি ক্ষেত্রে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্রাক নেট, বিভাগীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলিনিয়াম কম্পিউটার্স এন্ড নেটওয়ার্কিং, জেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ অনলাইন নেটওয়ার্ক, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমএসএস এন্টারপ্রাইজ।

আরও আছে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বিজয় ডিজিটাল’, ডিজিটাল প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবা প্রদানে অবদান রাখার জন্য আইসিটি অধিদপ্তরের ‘সুরক্ষা টিম’, টেলিযোগাযোগ ও ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অবদান রাখার জন্য ওয়ালটন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসর ক্ষেত্রে অবদান রাখার জন্য নগদ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কন্টাক্ট সেন্টারের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফিফোটেক।

টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান রাখায় (ব্যক্তি পর্যায়ে) পদক পেয়েছেন বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান রাখায় (প্রাতিষ্ঠানিক পর্যায়ে) পদক পেয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ডিজিটাল প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে অবদান রাখায় (ব্যক্তি পর্যায়ে) পদক পেয়েছেন ইকবাল বাহার জাহিদ, ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান রাখায় (প্রাতিষ্ঠানিক পর্যায়ে) পদক পেয়েছে বিটিআরসি।

এছাড়া ডিজিটাল/টেলিযোগাযোগ সংযুক্তিতে অবদানের জন্য বিটিসিএল, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের সংগঠন হিসেবে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানে (একক) কম্পিউটার জগৎ, ইমার্জিং টেকনোলজি ( আইওটি ও ওটিটি) বিকাশে বিশেষ অবদানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি স্বরূপ পদক পেয়েছেন ডাটা সফট ম্যানুফ্যাকচারিং এন্ড এসেম্বলি ইনক।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.