আপনি পড়ছেন

সৌদি আরবে প্রদর্শিত হচ্ছে পবিত্র কাবা শরিফের ১৫০ বছরের পুরোনো গিলাফ। ২৩ জানুয়ারি জেদ্দার ইসলামিক আর্টস বিয়েনেলে এ প্রদর্শনী শুরু হয়। দর্শকদের মধ্যে বিষয়টি বেশ সাড়া জাগিয়েছে। খবর ডেইলি জং।

kiswae kabbaকাবার প্রাচীন গিলাফ

সৌদি সংবাদমাধ্যমে উদ্ধৃতি দিয়ে ডেইলি জংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদর্শিত ওই গিলাফটি বরাবরের মতোই কালো রেশম দিয়ে তৈরি। তবে এর মধ্যে লাল ও সবুজ রেশমের মিশ্রণও রয়েছে। পাশাপাশি স্বর্ণের সুতার অ্যামব্রয়ডারির সাহায্যে এর সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রাচীন এই গিলাফের প্রদর্শনীতে আসা এক ব্যক্তি অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এ প্রদর্শনীতে এসে প্রথমবারের মতো জানতে পারলাম যে, কাবা শরিফের গিলাফ তৈরিতে কালো রঙের বাইরেও কোনো রঙের ব্যবহার হয়েছিল।

jeddahs islamic arts biennaleজেদ্দার ইসলামিক আর্টস বিয়েনেল

আউয়াল বাইত বা প্রথম ঘর- এ থিম নিয়ে চলা জেদ্দার এই প্রদর্শনীতে কাবার গিলাফের (কিসওয়ায়ে কাবা) পাশাপাশি প্রাচীন কালের তরবারি, বর্মসহ বেশকিছু ঐতিহাসিক বস্তু দর্শকদের জন্য সামনে আনা হয়েছে।

এক লাখ ১৮ হাজার বর্গমিটার জুড়ে পাঁচটি গ্যালারি, দুটি প্যাভিলিয়ন, একটি গ্র্যান্ড ক্যানোপিতে ২৮০টি শিল্পকর্মের পাশাপাশি মুসলিম বিশ্বের ৫০টিরও বেশি নতুন কমিশনকৃত শিল্পকর্ম রয়েছে।

সৌদির সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারের প্রধান ফারাহ আবু সালেহ এ প্রদর্শনীর বিষয়ে বলেন, অনুভূতির এক বিশেষ সফর এই প্রদর্শনী। কাবার এতো পুরোনো কোনো গিলাফ এই প্রথম জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে।

জেদ্দায় গত ২৩ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী এপ্রিল পর্যন্ত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.