আপনি পড়ছেন

২০০৪ সালে একুশে আগস্টে গ্রেনেড হামলায় গুরুতর আহত কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লিটন মোল্লা (৫৫) মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন)।

mollah ছবি: সংগৃহীত

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লিটন মোল্লা মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার আক্তার হোসেন চুন্নু মোল্লার ছেলে।

লিটন মোল্লার প্রথম জানাজা গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম সাহেবরামপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

একুশে আগস্ট গ্রেনেড হামলায় লিটন মোল্লার শরীরের অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। সেই অসহ্য যন্ত্রণা তিনি দীর্ঘদিন বয়ে বেড়ান। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার সামর্থ্য তার ছিল না।

তিনি জীবিত অবস্থায় বিদেশে সুচিকিৎসার পাশাপাশি স্থায়ী আবাসনের দাবিও জানিয়েছিলেন।

২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হয়।

এই হামলায় দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমানও গুরুতর আহত হন এবং দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.