অবশেষে বিরোধ মেটাতে রাজি ফ্রান্স-অস্ট্রেলিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
২০২১ সালের সেপ্টেম্বরেসাবমেরিন চুক্তি নিয়ে ব্যাপক বিরোধে জড়িয়ে পড়ে ফ্রান্স-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন ফ্রান্সের সাথে করা ডিজেলচালিত সাবমেরিন চুক্তি বাতিল করে দেন। এতে ব্যাপক ক্ষিপ্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রন। অবশেষ দুদেশ বিরোধে মিটিয়ে ফেলতে রাজি হয়েছে। গতকাল সোমবার দুদেশের মন্ত্রিরা এনিয়ে বৈঠক করেছেন। এএফপির খবর।
২০১৮ সালে অস্ট্রেলিয়ার সাথে চুক্তির পর ইমানুয়েল ম্যাক্রন
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মিলে (এইউকেইউএস) অকাস জোট ঘোষণা দেওয়ার পর মূলত ওই বিরোধ সৃষ্টি হয়। দক্ষিণ চীন সাগরে চীনের একক আধিপত্যের বিরুদ্ধে জোটটি গঠন করা হয়। এ সময় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন দিতে রাজি হওয়ায় স্কট মরিসন ফ্রান্সের সাথে আগের করা সাবমেরিন চুক্তি বাতিল ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হন ইমানুয়েল। এতে তাদের মুখ দেখাদেখি, কথাবার্তাও এক প্রকার বন্ধ হয়ে যায়।
তবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লাগলে দেশটির নতুন প্রধানমন্ত্রী লেবার নেতা অ্যান্থনি আলবানিজ মরিসনের ওই সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট বিরোধ মিটিয়ে ফেলার আশ্বাস দেন। গত নভেম্বরে ফ্রান্সেল বালিতে জি-২০ সম্মেলনে মুখোমুখি বৈঠক করেন আলবানিজ ও ম্যাক্রন। বৈঠকে বিরোধের বিষয়টি মিটিয়ে ফেলে দুদেশ সম্পর্ক ঠিক করার প্রতিশ্রুতির ব্যাপারে একমত হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্ন গতকাল সোমবার প্যারিসে বৈঠক করেন। বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। গত জুলাইয়ে আলবেনিজের ফ্রান্স সফরের পর এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের স্বাভাবিক সম্পর্ক ফিরে এসেছে। তবে তা গতিশীল করতে আরও আলাপ-আলোচনা দরকার। তবে ম্যাক্রন অকাস সদস্যদের সাথে কতটা একমত হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ চীনবিরোধী জোটে দেশটি যুক্ত হবে কি না তা স্পষ্ট নয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.