আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান দেখানো, মেজাজ হারিয়ে বাজে প্রতিক্রিয়া দেখা কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়িয়ে অহরহ শাস্তি পেয়ে থাকেন ক্রিকেটাররা। কিন্তু সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে শাস্তি পেলেন ঢাকা ডমিনেটর্সের আমির হামজা ও মিজানুর রহমান।

dhaka dominators 2023এবারের বিপিএলে প্লে-অফ পর্বের স্বপ্ন শেষ হয়ে গেছে ঢাকা ডমিনেটর্সের

ঘটনা গত পরশুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্স। ম্যাচে দলের নির্ধারিত জার্সি পরেননি হামজা ও মিজানুর। ভুল জার্সি পরেছেন তারা। একটু দেরিতে হলেও শাস্তি পেয়েছেন দুজন। তাদের ম্যাচ ফির এক চতুর্থাংশ কেটে রাখা হয়েছে। একই সঙ্গে দুজনকে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিজানুর ও হামজার শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদে অপরাধ প্রায় একই হলেও রয়েছে ভিন্নতা। নাম ও নম্বরবিহীন জার্সি পরে খেলতে নামেন ঢাকা ওপেনার মিজানুর। হামজার নিজের নামের জার্সি পরলেও বুকে ছিল না পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো।

dhaka dominators straight sixth matchএবারের বিপিএলে সিলেট পর্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে ঢাকা ডমিনেটর্স

এতে করে তারা বিসিবির আচরণবিধি ২.২২ ধারা লঙ্ঘন করেছেন। যেখানে এ ধরনের অপরাধকে (ভুল জার্সি পরে মাঠে নামা) লেভেল-১ হিসেবে গণ্য করেছে বিসিবি। অনফিল্ড দুই আম্পায়ার প্রাগিথ রামবুকভেলা ও আলি আরমান রাজন এবং তৃতীয় আম্পায়ার ডেভিড মিল্নস অভিযোগ আনলে ম্যাচ রেফারি সেলিম শাহেদ মিজানুর ও আমিরকে এই শাস্তি দেন।

দুজনই নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচে আরও একটা দুঃসংবাদ ছিল তাদের জন্য। লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে যায় মিজানুর, হামজাদের ঢাকা ডমিনেটর্স। ওই হারেই এবারের বিপিএলে তাদের প্লে-অফ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.