ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টি জিতেছে
- Details
- by নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। সবকটি কেন্দ্রের ভোটগননা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬৯১ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জাতীয় পার্টি জিতেছে
ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮১৩। মোট ভোট পড়েছে ৫১ হাজার ৪৯টি। ৫২টি ভোটকেন্দ্রের সবকটির গননাশেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লাঙ্গল প্রতীকে ২৫ হাজার ৪৬৩ ও একতারা (স্বতন্ত্র) প্রতীকে ১৬ হাজার ৬৯১টি ভোট পড়েছে।
এছাড়া ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে ৭ হাজার ১০ ভোট, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৯২০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ আম প্রতীকে পেয়েছেন ৪১৯ ভোট ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ৫৪৬ ভোট পেয়েছেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.