সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হয়েছে ২০১৮ সালেই। ফ্রান্সের জার্সিতে রাফায়েল ভারানে জেতেন রাশিয়া বিশ্বকাপের শিরোপা। গত ডিসেম্বরে শেষ হওয়া কাতার বিশ্বকাপের ট্রফি জয়েরও খুব কাছে ছিল ফরাসিরা। কিন্তু মহানাটকীয় ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় ল্যাটিন আমেরিকান জায়ান্টরা।

varane france 2018২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন রাফায়েল ভারানে

এ নিয়ে আক্ষেপ আছে ভারানের। কিন্তু খুব একটা হতাশ হওয়ার কিছু নেই তার। নেপথ্য কারণ স্বপ্ন যে অনেক আগেই পূরণ হয়েছে! যা এখন স্রেফ অতীত। ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্ডার। বৃহস্পতিবার মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন ভারানে।

আন্তর্জাতিক ও ফ্রান্স ফুটবলে তার পথচলা শুরু হয়েছিল ২০১৩ সালে। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন ভারানে। এ সময়ে কেবল বিশ্বকাপ নয়, ২০২১ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা-ও জিতেছিলেন তিনি। অথচ এমন একটা সময় ভারানে অবসর নিলেন যখন তাকে খুব দরকার ছিল ফ্রান্সের।

france football team 2022 qatarকাতার বিশ্বকাপে ফ্রান্সের উদযাপন

কাতার বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছেন ফরাসি অধিনায়ক হুগো লরিস। তার শূন্যস্থানের দলের নেতৃত্বের জোয়াল ভারানের কাঁধে দেওয়ার কথা ভাবছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের কর্তারা। সেই ভাবনায় বড়সড় একটা হোঁচট খেলেন তারা। প্রস্তাব দেওয়ার আগেই ফ্রান্সকে হতাশ করলেন ভারানে।

অবসর ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভারানে বলেছেন, ‘এক দশক ধরে আমাদের দুর্দান্ত দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের সবচেয়ে সম্মানজনক ব্যাপার। প্রতিবারই আমি এই বিশেষ জার্সিটা পরেছি গর্ব নিয়ে।‘ অবশ্য জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলে যাবেন ভারানে।

কার্যত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন ফরাসি তারকা। ২০২১ সালে ওল্ড ট্রাফোর্ডে আসার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে ১০ বছর সময় কাটিয়েছেন ভারানে। ২০১০ সালে ফরাসি ক্লাব আরসি লেন্সের জার্সিতে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার। পরের বছরই তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.