আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকা, কিন্তু আমরা নিচ্ছি ৬ টাকা, তাতেই চিৎকার শুনি। অথচ বিদেশে বিদ্যুতের দাম ১৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আমরাতো অত বাড়াইনি। গ্যাস-বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে, যদি উৎপাদন খরচ দেওয়া হয়। আর কত ভর্তুকি দেবো।

sheikh hasina 16প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৫ ফেব্রুয়ারি, রোববার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষিতে, খাদ্যে ভর্তুকি দিচ্ছি। করোনার সময় আমরা প্রণোদনা দিয়েছি, যাতে ব্যবসা-বাণিজ্য সচল থাকে। অনেক প্রতিকূল অবস্থার মধ্যেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

সরকার প্রধান বলেন, সারাবিশ্বে এখন অর্থনৈতিক মন্দা। আমরাও সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। তবুও আমাদের গতি থেমে থাকেনি। আমরা এখন ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। কেউ ভাবতেই পারেনি, বাংলাদেশ এখানে আসতে পারে। ১৪ বছরে আওয়ামী লীগ এটা সম্ভব করেছে, বিষয়টা মাথায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে পণ্য বাজারজাত সহজ হয়। আমরা নিজেদের বাজার সৃষ্টি করেছি। বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সেটা করেছি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.