মেট্রোরেল: মিরপুরে আরও ভবন ভাঙতে হবে
- Details
- by নিজস্ব প্রতিবেদক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশন চালু হবে ২৬ মার্চ। তার আগেই এসব স্টেশন যাত্রীদের চলাচলের উপযোগী করতে শেওড়াপাড়া থেকে পল্লবী পর্যন্ত কয়েকটি এলাকায় ৪০ শতক জমি অধিগ্রহণ করতে হবে। এতে করে ভাঙা পড়বে আরও বেশকিছু ভবন ও দোকান।
২৬ মার্চ মেট্রোরেলের উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন চালু হবে
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, ২৬ মার্চের আগেই ভূমি অধিগ্রহণ করা হবে। এর মধ্যে শেওড়াপাড়ায় সাড়ে ১৮ শতক, কাজীপাড়ায় ১৬ শতক, পল্লবীতে দুই ও মিরপুর-১০ এ আড়াই শতকের মতো ভূমি রয়েছে। এজন্য মোট ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেলের বেশ কয়েকটি স্টেশন নির্মিত হয়েছে ব্যক্তি-মালিকানাধীন ভবন, দোকান এমনকি কবরস্থানের গা ঘেঁষে। এতে করে ফুটপাত হারিয়ে গেছে। মেট্রোরেলের যাত্রীদের চলাচলেরও উপায় নেই। এ অবস্থায় বাসাবাড়ি-দোকান উচ্ছেদ ছাড়া স্টেশনগুলো চালু করার পথ নেই।
সরেজমিন দেখা গেছে, মেট্রোরেলের মিরপুর-১০, পল্লবী, শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনের মূল কাঠামো রয়েছে ফুটপাতের ওপর। সেখানে যাত্রী ও পথচারিদের হাঁটার জায়গাও নেই। পশ্চিম শেওড়াপাড়ায় ফুটপাতের পাশের একটি বাড়ির গা ঘেষে নির্মিত হয়েছে মেট্রোরেলের স্টেশন। এ কারণে যাত্রীদের হাঁটাচলার উপায় নেই। একইভাবে পূর্ব শেওড়াপাড়ায় কবরস্থানের গা ঘেষে হয়েছে মেট্রোরেল স্টেশন। জায়গার অভাবে সেখানে স্টেশনের সিঁড়ি বসানো যায়নি।
পূর্ব শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনের সিঁড়ি করতে হলে কবরস্থান ও এর গা ঘেষে নির্মিত ভবন-দোকান ভাঙতে হবে। কেবল শেওড়াপাড়াতেই ৫০টির বেশি স্থাপনা ভাঙতে হবে। এজন্য সংশ্লিষ্টদের নোটিশও দেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক বলেন, আমরা নোটিশ দিয়েছি। বাড়ি-দোকানপাট সরিয়ে নিতে বলেছি। তারা সরিয়ে না নিলে আমাদের অপারেশনে যেতে হবে। বেশিদিন অপেক্ষা করব না। ২৬ মার্চ সব স্টেশন চালু করব। স্টেশনের পাশে কমপক্ষে ১২ ফুট জমি অধিগ্রহণ করা হবে। মার্চের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.