সরকারি খাদ্য গুদামে নেওয়া গমের ট্রাকে বালুর বস্তা!
- Details
- by নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় সরকারি খাদ্য গুদামে নেওয়া গমভর্তি ট্রাকে বালু ও পাথরের বস্তা পাওয়া গেছে। ৫ ফেব্রুয়ারি, রোববার দুপুরে ট্রাক থেকে গম আনলোড করার সময় বালুর বস্তা পাওয়ার কথা জানান চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
চুয়াডাঙ্গায় সরকারি খাদ্য গুদামে নেওয়া গমভর্তি ট্রাকে বালু ও পাথরের বস্তা পাওয়া গেছে
এ ঘটনায় ট্রাক চালক ও খাদ্য কর্মকর্তা পরস্পরকে দোষারোপ করেন। এদিকে ঘটনার রহস্য খুঁজে বের করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
খাদ্য গুদামের কাজে নিয়োজিত শ্রমিকরা জানিয়েছেন, আজ ভোরে খুলনা থেকে গমভর্তি ৬টি ট্রাক চুয়াডাঙ্গা জেলা খাদ্য গুদামে এসে পৌঁছায়। পরে দুপুরে ট্রাক থেকে গম আনলোডিং শুরু হয়। এ সময় প্রথমে একটি ট্রাকে ৬টি বালুর বস্তা পাওয়া যায়। পরে প্রতিটি ট্রাক মক বেশি ২৮টি বালুর বস্তা ও ৪টি বড় বড় পাথরের টুকরো পায় শ্রমিকরা
খাদ্য গুদামের ট্রাকে পাথর ও বালুর বস্তা পাওয়ার বিষয়ে নজরুল ইসলাম বলেন, 'খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ টন গম চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ দেয় সরকার। এই চালানে ১০০ টন গম আজ ভোর এসে পৌঁছায়। পরে গমের পরিমাণ জানতে এসব নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাক থেকে বালুর বস্তা পাওয়া যায়।'
'ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালু আর পাথর দিয়ে বস্তা ভরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।'
রাস্তায় গম নিয়ে কারসাজি হয়ে থাকতে পারে বলে উল্লেখ করে জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল ইসলাম বলেন, 'খুলনার ৪ নম্বর ঘাট থেকে গম লোড হয়েছে। সেখান থেকে ট্রাকে বালুর বস্তা তোলার কোনো সুযোগ নেই।'
এদিকে ট্রাকে বালু ও পাথর থাকার বিষয়টি অস্বীকার করেছে চালক ও সহকারীরা। তাদের দাবি, আসার পথে কোথাও মালামাল ওঠা-নামা করা হয়নি। খুলনা থেকে চুয়াডাঙ্গায় সরাসরি আসেন তারা।
ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে একদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.