আপনি পড়ছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন,  আসুন আমার সঙ্গে নির্বাচন করুন। কে জেতে দেখুন।

obaidul quader hero alam 1
ওবায়দুল কাদের ও হিরো আলম

হেরে যাওয়া আসনে পুণরায় ভোট গণনার আবেদন করেছেন হিরো আলম। এ বিষয়ে আজ রোববার দুপুরে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে এ কথা বলেন হিরো আলম।

এ সময় হিরো আলম বলেন, ‘ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন, খেলা হবে। তিনি বড় দলের সঙ্গে খেলতে চান। কিন্ত আমি উনাকে বলব, আমার সঙ্গে বগুড়া-৪ আসনে নির্বাচন করুন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসান। কে জেতে দেখুন?

হিরো আলম আরও বলেন, ওবায়দুল কাদের স্যার বললেন, আমি নাকি জিরো হয়ে গেছি। তিনি আমাকে এসব কথা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। একজন মন্ত্রী নাগরিকদের কখনো এভাবে কথা বলতে পারেন না। মনে রাখবেন, হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরো আলমকে জিরো বানাতে চায় তারা নিজেরাই জিরো হয়ে যায়। 

হিরো আলম বলেছেন, আমার সঙ্গে একটা নির্বাচনে আপনি (কাদের) প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনি দলীয়ভাবে দাঁড়ান, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকব। সুষ্ঠু নির্বাচন করেন, এরপর দেখেন খেলা হয় কিনা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.