পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ। গেল শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে এ দাবি তোলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।
কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন
তবে হিনা রাব্বানি বিষয়টি কৌশলে এড়িয়ে যান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ৫ ফেব্রুয়ারি, রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বৈঠকে আলোচনা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, উনি আমাকে বলেছেন, আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমরা বলেছি, ‘আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে, তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি।’
‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। তারা এফওসি করতে চায়। আমি বলেছি, আপনারা তো অ্যান্টিড্যাম্পিং দিয়ে রেখেছেন, কি করে সম্ভব, তখন তিনি বলেছেন, এটা একটা ভালো পয়েন্ট।’
হিনা রাব্বানির সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, পাকিস্তান শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা ভারতবর্ষের সঙ্গেই সম্পর্ক বাড়াতে চায়।
গেল ৩ ও ৪ ফেব্রুয়ারি কলম্বো সফর করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। গেল শনিবার শ্রীলঙ্কার ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.