রবিন লিগ রাউন্ডে ঢাকার শেষ পর্ব শুরুর আগেই শেষ হয়ে গেছে খুলনা টাইগার্সের এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মিশন। টুর্নামেন্টে বাকি দুটি ম্যাচ তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ওই দুটি ম্যাচে খেলতে পারবেন না দলটির বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

tamim bpl 2023খুলনা টাইগার্স ব্যর্থ হলেও এবারের বিপিএলটা ভালোই কেটেছে তামিম ইকবালের

চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। পুরোনো ইনজুরি মাথাচাড়া দিয়ে ওঠার কারণে এবারের বিপিএলে তাকে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা টিম ম্যানেজমেন্ট। আজ তামিমের বিশ্রামের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

তামিমকে বিশ্রাম দেওয়ার কারণ, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ। এ প্রসঙ্গে আজ সংবাদমাধ্যমকে সুজন বলেছেন, ‘তামিমের একটু সমস্যা ছিল। পিঠে ব্যথা ছিল। ব্যাংকক থেকে ও ইনজেকশন নিয়েছি। ওখানে আবার মনে হয় সমস্যা হচ্ছে। যেহেতু সামনে বাংলাদেশের ইংল্যান্ড সিরিজ আছে তাই তামিমের ইনজুরি চিন্তার বিষয়।’

khulna tigers bpl 2023বিপিএলে শেষ দুটি ম্যাচে খুলনা টাইগার্সের হারানোর কিছুই নেই 

খুলনার প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। তাই তামিমকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাচ্ছে না খুলনা টাইগার্স। দলের প্রধান কোচের ভাষায়, ‘পরিস্থিতি অন্যরকম থাকলে, যদি আমরা কোয়ালিফাই করেছি বা কোয়ালিফায়ারের জন্য ম্যাচ খেলব তাহলে হয়তো বিষয়টি অন্যরকম হতো। যেহেতু আমাদের সেই সুযোগ নেই, তাই তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’

বিপিএলে টানা খেলার মধ্যে ছিলেন তামিম। টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে হবে তাকে। অধিনায়কের বিশ্রামটা তাই জরুরি মনে করছেন সুজন। তিনি বলেছেন, ‘ও (তামিম) ওয়ানডে দলের অধিনায়ক। আমার মনে হয় ওকে ব্রেক (বিশ্রাম) দেওয়াটা গুরুত্বপূর্ণ।’

এবারের বিপিএলটা ব্যাট হাতে খারাপ কাটেনি তামিমের। ১০ ম্যাচে ৩৩ গড়ে ৩০২ রান করেছেন তিনি। ১২২ স্ট্রাইকরেটের এই ব্যাটারের ফিফটি আছে দুটি। পাঁচ রানের জন্য বিপিএলের ইতিহাসে নিজের তৃতীয় শতকটি পাননি খুলনা ওপেনার। আসরে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তার অবস্থান দশ নম্বরে।

তামিমের দল খুলনার অবস্থা একেবারেই নাজুক ছিল। বিপিএলের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। কয়েকটি ম্যাচে লড়াই করে হেরেছে তারা। আসরে ১০ ম্যাচের খুলনা জিতেছে দুটিতে। সাত দলের টুর্নামেন্টে খুলনার অবস্থান এখন ছয়ে। আগামীকাল বুধবার সিলেট স্ট্রাইকার্স ও পরশু শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে খুলনা টাইগার্স।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.