তুরস্কে ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর বাংলাদেশি উদ্ধার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৪৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক বাংলাদেশিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। উদ্ধার হওয়া গোলাম সাঈদ রিংকু বর্তমানে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে
বাংলাদেশের কনসাল জেনারেল মো. নুর আলম ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নিখোঁজ অপর বাংলাদেশি নুর আলমকে উদ্ধারে কথা জানিয়েছিলেন তিনি।
মো. নুর আলম গণমাধ্যমকে বলেন, উদ্ধারকর্মীদের লাগাতার প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আগে উদ্ধার হওয়া নুর আলমকে সকালে অনুরোধ করেছিলাম; দুর্ঘটনা স্থলে গিয়ে রিংকুকে খুঁজে পেতে যেন সহযোগীতা করে। রিংকুকে যখন উদ্ধার করা হয়, তখন সেখানে নুর আলম উপস্থিত ছিলেন।
দুর্ঘটনা কবলিত অঞ্চলে থাকা সব বাংলাদেশি নাগরিকদের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন বলে জানতে পেরেছি। কেউ সেখানে ব্যবসা করেন। আবার কেউবা এনজিওতে চাকরি করেন বলে জানান কনসাল জেনারেল।
এদিকে সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন অন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর