ইউরোপের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে তা জানতে অপেক্ষা করতে হচ্ছে। তবে মুকুট জেতার দৌড়ে কারা এগিয়ে এটা নিয়ে আলোচনা থেকেই যায়। আর সেই দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে ফুটবল পাড়ায় জল্পনা-কল্পনার শেষ নেই।

marcus rashford 1
মার্কাস রাশফোর্ড

ব্যালন ডি’অর রেসে সবাই যেখানে লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে অথবা আর্লিং হাল্যান্ডকে নিয়ে ব্যস্ত, সেখানে এসেছে নতুন একটি নাম। সেটি হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড।

ফুটবল নিউজ সাইট গোলডটকম সোমবার ব্যালন ডি’অর রেসের সম্ভাব্য ২০ জনের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম এসেছে রাশফোর্ডের। অথচ গতমাসের এই তালিকায় ছিলেন না রেড ডেভিল তারকা রাশফোর্ড। আশ্চর্যজনকভাবে নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড।

skysports lionel messi psgলিওনেল মেসি

তালিকায় জায়গা পেতে অবশ্য তাকে দেখাতে হয়েছে পারফরম্যান্স। সেখানে দারুণভাবে এগিয়ে আছেন তিনি। মৌসুম শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেড যে ঘুরে দাঁড়িয়েছে তাতে বড় অবদান এই ইংলিশ ফরওয়ার্ডের।

ব্যালন ডি’অর জেতার দৌড় ভালই চলছে। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগ এই ব্যক্তিগত প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বলে ধারণা করা হয়।

neymer psg 2023নেইমার জুনিয়র

গোলডটকমের মতে ব্যালন ডি'অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে সেরা বিশ থেকে প্রথম দশজনকে তুলে ধরছি।

নাম্বার টেন: জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)
২০২২-২৩ সালে গোল করেছেন ১৪টি এবং ১৩টি অ্যাসিস্ট। জিতেছেন ডিএফএল-সুপারকাপ।
জার্মানির ভুলে যাওয়া বিশ্বকাপ অভিযানের একমাত্র উজ্জ্বল স্ফুলিঙ্গ তিনি। মুসিয়ালা বুন্দেসলিগার প্লেয়ার অফ দ্য সিজন হওয়ার পথেও রয়েছেন৷

নাম্বার নাইন: ভিক্টর ওসিমেন (নাপোলি)
২০২২-২৩ সালে গোল করেছেন ১৮টি সঙ্গে চারটি অ্যাসিস্ট।
ওসিমেন মৌসুমের শুরুতে ইনজুরির কারণে এক মাস খেলা মিস করেছেন, কিন্তু তার ফর্ম এমন ছিল যে তিনি এখনও সিরি’এ-তে গোলদাতার শীর্ষে উঠতে সক্ষম হয়েছেন।

robert levendwofski barcaরবার্ট লেভানডফস্কি

নাম্বার এইট: খভিচা কাভারেতশেলিয়া (নাপোলি)
২০২২-২৩ সালে গোল করেছেন ১৩টি সঙ্গে ১৫টি অ্যাসিস্ট।
২০২২-২৩ মৌসুমের ইউরোপীয় ফুটবলের ব্রেকআউট তারকা তিনি। নাপোলিকে সিরি’এ শিরোপা দৌড়ে রাখার অন্যতম কারিগরও তিনি।
নেপলসে যাকে 'কভারাডোনা' বলে ডাকে সে হয়তো এখনও কিংবদন্তি আর্জেন্টিনার ম্যারাডোনার পর্যায়ে নয়, কিন্তু এই মৌসুমে তিনি তার বীরত্বের জন্য ‘দক্ষিণ ইতালির ম্যারাডোনা’ হয়ে উঠেছেন।

kvaratskhelia gettyimages 2023খভিচা কাভারেতশেলিয়া

নাম্বার সেভেন: ভিনিচিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
২০২২-২৩ সালে: ১৭টি গোল, ১১টি অ্যাসিস্ট। ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছে।
অন্তত গোল এবং অ্যাসিস্টের দিক থেকে দেখলে ভিনিচিয়াসের ফর্ম বিশ্বকাপের পর থেকে কমে গেছে। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করার জন্য তার সেরাতে ফিরে আসার ইঙ্গিত দেয়।

নাম্বার সিক্স: মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)
২০২২-২৩ সালে ২৪ গোল, আটটি অ্যাসিস্ট।
যুক্তিযুক্তভাবে এই মুহূর্তে বিশ্বের যেকোনো লিগের সবচেয়ে ইনফর্ম ফুটবলার মার্কাশ রাশফোর্ড। বিশ্বকাপের পর থেকে ইউনাইটেডের হয়ে ১৪ ম্যাচে ১৩টি গোল করেছেন, যা তার সেরা গোলস্কোরিং মৌসুম।

নাম্বার ফাইফ: নেইমার (পিএসজি)
২০২২-২৩ সালে ২০ গোল, ১৯ অ্যাসিস্ট। ডেস চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন।
নেইমার কাতার বিশ্বকাপের আগে যে ফর্মটি তৈরি করেছিলেন তা বিশ্বকাপের পর দেখা যায়নি। তবে তিনি সর্বোচ্চ স্তরের গেম-চেঞ্জার। তাই তার মত খেলোয়াড়ের ফিরে আসাটা হতে পারে যে কোন দিন।

haaland man city 5878567আর্লিং হাল্যান্ড

নাম্বার ফোর: রবার্ট লেভানডফস্কি (বার্সেলোনা)
২০২২-২৩ সালে ২৫ গোল, আটটি অ্যাসিস্ট। জিতেছেন সুপারকোপা ডি এস্পানা শিরোপা।
প্রতিযোগিতার অন্যতম বড় নাম তিনি। যদিও বিশ্বকাপের পর থেকে ফর্মটা আগের মত নেই। তবে তার মতো খেলোয়াড় শিগগিরই ফিরে আসবেন হয়ত।

নাম্বার থ্রি: আর্লিং হাল্যান্ড (ম্যানচেস্টার সিটি)
২০২২-২৩ সালে ৩২ গোল এবং চারটি অ্যাসিস্ট।
হাল্যান্ডকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসা হয়েছিল তাদের চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত বাধা অতিক্রম করতে সাহায্য করার জন্য। আর তিনি সেই পথেই আছেন।

osimhen 720 375ভিক্টোর ওসিমেন

নাম্বার টু: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)
২০২২-২৩ সালে ৩৪ গোল এবং আটটি অ্যাসিস্ট।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। যদিও এমবাপ্পের ইনজুরি পিএসজির জন্য খুব খারাপ সময়ে আসতে পারে। তবে সোমবার তিনি দলের অনুশীলন সেশন করেছেন। তাই ধারণা করা হচ্ছে তিনি হয়ত খেলবেন এই ম্যাচে। আর ব্যালন ডি’অর রেসে নিজেকে আরও একটু এগিয়ে নেবেন।

নাম্বার ওয়ান: লিওনেল মেসি (পিএসজি)
২০২২-২৩ সালে ২৭টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট। বিশ্বকাপ এবং ট্রফি ডেস চ্যাম্পিয়নস জিতেছেন।
লিওনেল মেসির প্রসঙ্গ আসলে আপনি বলতে পারেন যে এই র‌্যাঙ্কিংগুলো সবই অমূলক। মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপের গৌরব এনে দিয়েছেন, তাই আধুনিক ফুটবলের প্রাথমিক জাদুকরের জন্য অষ্টম ব্যালন ডি'অর ইতোমধ্যেই সিল করা হয়েছে।

তবে চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স ভোটকে প্রভাবিত করতে পারে। তাই এখনও স্পষ্ট না যে তার হাতেই উঠছে ব্যালন ডি’অর। তবে তিনি যে সবচেয়ে ফেবারিট, এটা একবাক্যে স্বীকার করা যেতেই পারে।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.