আপনি পড়ছেন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিমের একটি হোটেলে শনিবার রাতে এক বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাশেদুর রহমান। তার বাড়ি গাইবান্ধা জেলায়। সংবাদ পোর্টাল ভয়েস অব সিকিম গতকাল এ কথা জানিয়েছে।

death stricar newসিকিমের হোটেলে এক বাংলাদেশী পর্যটকের মৃত্যু হয়েছে

খবরে প্রকাশ, সিকিমের উত্তরাঞ্চলীয় পাহাড়ী এলাকা লাছুংয়ের একটি হোটেল থেকে শনিবার দিনগত রাত ১:২০ মিনিটে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করা হয়। হোটেলে অবস্থানরত একজন পুরুষ পর্যটক গুরুতর অসুস্থ এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন বলে ওই কলে জানানো হয়।

খবর পেয়ে লাছুং পুলিশ স্টেশনের হেড কনস্টেবল মনি রসাইলি ও তার টিম ঘটনাস্থলে পৌঁছে ওই পর্যটককে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে চুংতাং প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরজ ঢাকাল ওই পর্যটককে মৃত (হাসপাতালে আসার আগেই) ঘোষণা করেন।

লাছুং পুলিশ স্টেশন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে। শারীরিক পরীক্ষায় মৃতের দেহে কোনো দৃশ্যমান আঘাত বা জখম দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মৃতের দেহ গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত জারি রয়েছে।