প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত
- Details
- by শিক্ষা
সদ্য প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পরই তা স্থগিতের নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো
সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় ফল স্থগিত করা হয়েছে বলে ডিপিই সূত্রে জানা গেছে। এর ফলে বিকেল থেকে ওয়েবসাইটে আর ফলাফল পাওয়া যাচ্ছে না।
এর আগে, মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ শিক্ষার্থীর মধ্যে বৃত্তির জন্য উন্নীত হয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর