এক অটোচলককে অভিনব শাস্তি দিয়েছেন ভারতের মহারাষ্ট্র প্রদেশের মালেগাঁওয়ের আদালত। একাধিক অভিযোগে অভিযুক্ত সেই চালককে কারাগারে না পাঠিয়ে নামাজ পড়া এবং গাছ লাগানোর আদেশ দেওয়া হয়েছে। বিচারক বলেছেন, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের সংশোধনের সুযোগ দেওয়ার অধিকার তার রয়েছে, এবং এর ভিত্তিতেই তিনি এ রায় দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।

courts of india
প্রচলিত শাস্তির বদলে নামাজ পড়ার শর্ত দিয়েছেন আদালত

জানা গেছে, মহারাষ্ট্রের মালেগাঁওয়ের পাওয়ারলুম এলাকায় বেপরোয়াভাবে অটোরিকশা চালাচ্ছিলেন ওমর খান। পথিমধ্যে একটি মোটরবাইককে সজোরে ধাক্কা দেন তিনি। তবে অটোচালক ওমর খান নিজের দোষ স্বীকার না করে উল্টো সেই বাইকচালককে মারধর করেন।

আদালত সূত্রে জানা গেছে, বাইকচালকের অভিযোগের ভিত্তিতে উমর খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছিল। এরমধ্যে রয়েছে ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৩২৫ (গুরুতর জখম করা), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন)। ৩২৩ ধারায় তার অপরাধ প্রমাণিতও হয়েছে। সাধারণভাবে এ মামলায় জেল-জরিমানার বিধান রয়েছে। তবে উমরকে সংশোধনের সুযোগ দিতে বিচারক তেজবন্ত সান্ধু বিশেষ এই রায় দেন।

maharashtraমহারাষ্ট্র

তবে ওমরকে প্রচলিত জেল-জরিমানা বাদ দিয়ে মালেগাঁও আদালতের বিচারক সান্ধু। জেল-জরিমানার বদলে তিনি ওমরকে দিনে ৫ বার নামাজ পড়া এবং ২টি গাছ লাগানোর আদেশ করেন।

বিচারক তেজবন্ত সান্ধু বলেন, ১৯৫৮ সালের অপরাধ দমন আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী বিচারকরা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দোষীকে মুক্তি দেওয়ার মাধ্যমে অপরাধমূলক প্রবণতা সংশোধনের সুযোগ দিতে পারেন। ওমর খানের ক্ষেত্রে তিনি সেই বিশেষ ক্ষমতারই প্রয়োগ করেছেন।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.