গত মাসের প্রথম সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক। তাতে প্রাণ হারান অসংখ্য মানুষ। সেই তালিকায় আছেন তুর্কি ক্লাব হাতায়স্পোরের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুও। শুরুতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর হাতাই প্রদেশে আতসুকে বাসার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। এবার প্রয়াত ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

christian atsu 1ক্রিশ্চিয়ান আতসুকে শ্রদ্ধা জানানো হচ্ছে

ক্রিশ্চিয়ান আতসু ঘানার নাগরিক। তাই উদ্ধারের পর আনুষ্ঠানিকতা শেষে আতসুর মরদেহ ঘানাতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন ধরে হিমঘরে রাখা হয়েছিল তার মরদেহ। শ্রদ্ধা শেষে নিজ গ্রামে শেষ বিদায় জানানো হবে আক্রমণভাগের প্রয়াত এই ফুটবলারকে।

খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী আতসুকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে। ঘানার রাজধানী আকরায় রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত এই শেষ যাত্রায় উপস্থিত ছিলেন শত শত মানুষ। এছাড়া উপস্থিত ছিলেন আতসুর পরিবারের সকল সদস্য, ঘানা জাতীয় ফুটবল দল এবং হাতায়স্পোর ক্লাবের প্রতিনিধিরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভক্ত এবং পরিবারের সদস্যরা আতসুর কথা স্মরণ করে কেঁদে দেন।

পোর্তো দিয়ে ২০১১ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আতসু। ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলে বেড়িয়েছেন চেলসি, নিউক্যাসল ইউনাইটেড এবং এভারটনের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের নামিদামি সব ক্লাবে। গত বছর যোগ দেন হাতায়স্পোরে। ৩১ বছর বয়সী আতসু মূলত একজন উইঙ্গার। তবে অন্যান্য পজিশনেও কেশ কার্যকরী ছিলেন তিনি।

২০১২ সালে ঘানা জাতীয় দলে অভিষেক হয় আতসুর। দেশের জার্সিতে খেলেছেন ৬৫টি ম্যাচ। ২০১৫ সালে গিনিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিয়ে যেতে সামনে থেকে নেতৃত্ব দেন। সেবার তিনি গোল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.