আপনি পড়ছেন

বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ব্যাংকধসের মধ্যে নিজ দেশের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। শুক্রবার সংবাদপত্র হ্যান্ডেলসব্লাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা সুস্থ ও স্থিতিস্থাপক রয়েছে। জনগণের আমানত নিরাপদ রয়েছে।

chancellor scholzস্কোলজ

স্কোলজ বলেন, ব্যাংকিং ব্যবস্থার উচ্চতর স্থিতিস্থাপকতা ও কঠোর প্রবিধানের কারণেই নয়, শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থার কারণেও আমাদের আর্থিক খাত, ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল রয়েছে।

ওই সাক্ষাৎকারে স্কোলজ জানান, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক এবং সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের পতনের পর বাজারে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে এরপরও তিনি ২০০৮ সালের বড় আর্থিক মন্দার পুনরাবৃত্তির ঝুঁকি দেখতে পান না।

world banking sectorবিপর্যয়ের মুখে পড়েছে ব্যাংকিং খাত

সময় অনেক পাল্টে গেছে দাবি করে স্কোলজ বলেন, এখন আমরা সম্পূর্ণ ভিন্ন সময়ে বাস করি। আইনপ্রণেতা ও ব্যাংক খাতের নিয়ন্ত্রকরা ২০০৮ সালে লেম্যান ব্রাদার্সের দেউলিয়াত্ব থেকে শিক্ষা নিয়েছোন। ফলে ব্যাংকের নিয়মকানুন সে সময়ে তুলনায় অনেক কঠোর হয়েছে। তাই ব্যাংকের আমানত নিয়ে জার্মান নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সাম্প্রতিক সময়ের ব্যাংকিং খাতের অবস্থা নিয়ে তিনি বলেন, আমরা দেখছি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ যেসব দেশে ব্যাংকিং খাতে এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেখানকার কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দেয়। গত শুক্রবার বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক। এর তিনদিনের মাথায় বন্ধ হয়ে যায় সিগনেচার ব্যাংক। সুইজারল্যান্ডের সুইচ ব্যাংকেও অস্থিরতা দেখা দেয়। উন্নত বিশ্বের এসব দেশে ব্যাংকিং খাতে এমন অস্থিরতায় বিশ্বজুড়ে ব্যাংকখাতের শেয়ারের দামে ব্যাপক পতন ঘটে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.