ক্যাপিটলে হামলা: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার জেল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন ক্যাপিটলে হামলার দায়ে দোষী সাব্যস্ত একজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আদালত এই রায় ঘোষণা করেন। আসামির নাম ল্যারি ব্রক জুনিয়র। লেফটেন্যান্ট কর্নেল হিসাবে বিমানবাহিনী থেকে অবসর নেওয়ার আগে তিনি আফগানিস্তান যুদ্ধ অংশ নিয়েছিলেন। লস অ্যাঞ্জেলস টাইমস।
ক্যাপিটলে হামলায় দোষী সাব্যস্ত ল্যারি ব্রক জুনিয়র
খবরে বলা হচ্ছে, হামলার সময় গ্যালারিতে ব্রককে আক্রমণকারীদের সঙ্গে যুদ্ধের গিয়ার পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। এ সময় তিনি জিপ-টাই হ্যান্ডকাফ বহন করে সিনেট গ্যালারিতে আক্রমণ করছিলেন। ৫৫ বছর বয়সী ব্রকের বাড়ি টেক্সাসের গ্রেপভাইনের। ২০২১ সালের ৬ জানুয়ারি সিনেটের মেঝেতে অন্যান্য দাঙ্গাবাজদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন।
ইউএস ডিস্ট্রিক্ট জজ জন বেটস তার রায়ে বলেন, ব্রক দুই বছর কারাবাসের পর আদালতের তত্ত্বাবধানে মুক্তি পাবেন। নির্ধারিত তারিখে কারাগারে না নেওয়া পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। তবে রায়ের আগে আদালতে কথা বলতে অস্বীকার করেন ব্রক। প্রসিকিউটররা তার পাঁচ বছরের দণ্ডের সুপারিশ করেছিলেন।
গত নভেম্বরে ব্রককে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক বলেন, ৬ জানুয়ারির দাঙ্গার আগে ব্রক খুবই উদ্বেগজনক এবং হিংসাত্মক বক্তব্য প্রকাশ করেছিলেন। বিচারক জোরে জোরে ব্রকের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার পোস্ট পড়েন এবং সাবেক একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এই কথাগুলো বলতে পারেন ভেবে বিস্ময় প্রকাশ করেন।
প্রসিকিউটররা বলেন, ব্রক ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেছিলেন যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছ ষড়যন্ত্রমূলক এবং তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
ব্রক ২০২০ সালের ৯ নভেম্বর ফেসবুকে এক পোস্টে লেখেন, আমরা ষড়যন্ত্রকারীদের কোপানলে পড়েছি। বিশ্বাসঘাতকদের নিপাত করতে হবে। কারণ তারা ভোট কারচুপির ষড়যন্ত্র করছে। তিনি ক্যাপিটল হামলার একটি পরিকল্পনাও প্রকাশ করেছিলেন।
ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রক। এর একটি হচ্ছে, জো বাইডেনের নির্বাচনী বিজয়কে ত্বরান্বিত করতে কংগ্রেসের যৌথ অধিবেশনে বাধা দেওয়ার কাজে যুক্ত ছিলেন তিনি।
এ বিষয়ে প্রতিরক্ষা অ্যাটর্নি চার্লস বার্নহ্যাম বলেন, এটা অকল্পনীয় যে, ব্রক গণতন্ত্রের বিরুদ্ধে প্ররোচনায় অনুপ্রাণিত হয়েছিল।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.