আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হওয়ার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে ২-০ ব্যবধানে জিততে হতো শ্রীলঙ্কাকে। অবশ্য ব্ল্যাক ক্যাপসদের কাছে নাটকীয়তার পর সিরিজের প্রথম ম্যাচ হেরে সে সম্ভাবনা আগেই শেষ করেছে দিমুথ করুনারত্নের দল। শেষ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ানোই ছিল লঙ্কানদের আসল লক্ষ্য। সে মিশনে সফল হওয়া তো দূরের কথা, উল্টো ইনিংস পরাজয় উঁকি দিয়েছে সফরকারী শিবিরে।

new zealand test team 3উইকেট পতনের পর স্বাগতিকদের উল্লাস

চলমান ওয়েলিংটন টেস্টে ৫৮০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মূলত কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলাসের ব্যাটে চড়ে হিমালয়সম পুঁজি পায় কিউইরা। দুইজনই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। ২১৫ রান করেন উইলিয়ামসন। অন্যদিকে ২০০ রানে অপরাজিত থাকেন নিকোলাস।

জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২৬ রানে দুই ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। এক করুনারত্নে ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে না পারায় ১৬৪ রানেই শেষ হয় অতিথিদের ইনিংস। করুনারত্নের ব্যাট থেকে আসে ৮৯ রান। ৩৭ রান করেন দিনেশ চান্দিমাল। মাইকেল ব্রেসওয়েল ও ম্যাট হেনরি নেন তিনটি করে উইকেট।

ফলোয়নে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১১৩ রানে দুই উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা। এবারও ফিফটির দেখা পেয়েছেন করুনারত্নে। ব্যক্তিগত ৫১ রানে বিদায় নিয়েছেন তিনি। ৫ রানের বেশি করতে পারেননি ওশাদা ফার্নান্দো। কুশাল মেন্ডিস ৫০ ও অ্যাঞ্জোলো ম্যাথুস ১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। স্বাগতিকদের থেকে এখনও ৩০৩ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.