আপনি পড়ছেন

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। ১৯ মার্চ, রোববার পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

anwara sajjad 1
মা আনোয়ারার সঙ্গে ছেলে সাজ্জাদ

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশের সুপার মো. মাসুদ আলম।

ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ৭ বছরের শিশু সাজ্জাদ ও তার মা আনোয়ারা (২৮)।

বাসের ভেতরে অন্যান্য লাশের নিচে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন মা আনোয়ারা। তাদেরকে যখন উদ্ধার করা হয়। তখন তিনি সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। এই মা-ছেলের বাড়ি বাগেরহাটের মোল্লার হাট উপজেলার গারবা গ্রামে। আনোয়ারা ওই গ্রামের শাহিন মোল্লার স্ত্রী।

জানা গেছে, রোববার ভোরে ছেলেকে সঙ্গে নিয়ে সেই বাসে করে বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিলেন আনোয়ারা। অসুস্থ এক আত্মীয়কে দেখার জন্য তারা ঢাকায় যাচ্ছিলেন।

আনোয়ারা বলেন, আমরা চালকের বাম পাশের আসনে বসেছিলাম। এক সিটে আমরা দুইজন বসেছিলাম। ছেলে আমার কোলে ছিল। এক পর্যায়ে বাসে চাকা ফেটে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বুঝতে পারি আমাদের গায়ে ওপরে অন্যান্য যাত্রীরা এসে পড়েছেন। তাদের মধ্যে কেউ নড়াচড়া করছেন, কেউ করছেন না। বুঝতে পারছিলাম এখানে অনেকে মারা গেছেন। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। আমরা নড়াচড়া করতে পারছিলাম না ঠিকভাবে। পরে আমাদেরকে উদ্ধারকারীরা উদ্ধার করে।

তাদেরকে উদ্ধার করা মাহাবুব আলম জানান, আমরা বাস থেকে প্রথমে মরদেহ বের করছিলাম। এর মধ্যে দেখি মরদেহের নিচে এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এরপর তাদেরকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করি।

আনোয়ারার স্বামী শহিদুল মোল্লা বলেন, আমার সন্তান ও স্ত্রীকে নতুন করে আবার ফিরে পেয়েছি। আমি বিধাতার কাছে চিরকৃতজ্ঞ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.