প্রধানমন্ত্রী: দেশের বদনামকারীদের চিহ্নিত করা হবে
- Details
- by নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশ বিরোধী, দেশের বদনাম করে, দেশের বিরুদ্ধে মিথ্য অপপ্রচার চালায় তাদেরকে চিহ্নিত করা হবে। তারা কোন উদ্দেশ্যে এসব করছে তা খুঁজে বের করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি জানি দেশ বিরোধী কিছু শক্তি আছে, যারা বাংলাদেশ ভালো কিছু করুক সেটা চায় না। বাংলাদেশ ভালো কিছু করলে সেটা তারা চোখেও দেখে না। আবার আরেকটা শ্রেণি আছে যাদের অভ্যাসই হলো বিদেশিদের কাছে বদনাম করা, মিথ্যা অপপ্রচার চালানো।
তিনি বলেন, যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার করছে, দেশের বদনাম করছে তাদেরকে চিহ্নিত করা হবে। তারা কোন উদ্দেশ্যে এসব করছে তা খুঁজে বের করা হবে। এই বদনাম করে তারা বোধয় কোনো সুবিধা পায়।
তিনি আরও বলেন, আমরা জানি কিছু দিন আগে একটি দেশ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, এতে অনেকে ঘাবড়ে গিয়েছিল। আমি বলেছিলাম, এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটা আমাদের দেশ। এখানে কারা কী করছে সেটা আমরা জানি। বিচারটা আমরা করব, সেই আত্মবিশ্বাস রেখেই কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নিজের আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.