আপনি পড়ছেন

শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রমজান মাসের শুরু বা শেষ হয়, তেমনি সূর্যের উদয়-অস্ত দেখে রোজা রাখা হয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে কখনোই সূর্যোদয় বা সূর্যাস্ত হয় না। আবার কিছু কিছু স্থানে মাঝে মধ্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সূর্যোদয় বা সূর্যাস্ত না হওয়ার কারণে কোনো জায়গাতেই রোজা রহিত করার কোনো বিধান নেই।

norway longyearbyenনরওয়ের লংইয়ারবাইন

নরওয়ের লংইয়ারবাইনের মতো চরম উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ২০ এপ্রিল থেকে ২২ আগস্ট পর্যন্ত সময়ে সূর্য অস্ত যায় না। স্বাভাবিকভাবে সূর্যোদয়ও হয় না। তাই প্রশ্ন আসতেই পারে- এ অঞ্চলের লোকজন কিভাবে রোজার পালন করবেন? অর্থাৎ তারা কোন সময় সেহরি কিংবা ইফতার করবেন। সেসব দেশের মুসলমানদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সৌদি আরবের মক্কা কিংবা নিকটবর্তী কোনো মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা সম্পন্ন করেন।

ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা ভিন্ন ভিন্ন সময় ধরে রোজা রাখেন। কোথাও ১২ ঘণ্টা, আবার কোথাও  ১৮ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়।

ramadan in saudiবিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের রোজা রাখবেন মুসলমানরা

চিলি, নিউজিল্যান্ডের মতো পৃথিবীর দক্ষিণের দেশগুলোর মুসলিমরা গড়ে ১২ ঘণ্টা রোজা রাখেন। অন্যদিকে আইসল্যান্ড, গ্রিনল্যান্ডের মতো উত্তরের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা ১৭ ঘণ্টার বেশি সময় রোজা রাখেন।

গ্রিনল্যান্ডে নুক, আইসল্যান্ডের রেজাভিক, ফিনল্যান্ডের হেলসিংকি, সুইডেনের স্কটহোম এবং স্কটল্যান্ডের গ্লাসগো শহরের মুসলমানদের এবার ১৭ ঘণ্টাব্যাপী রোজা রাখতে হবে। তবে শেষ দিকে এর পরিমাণ কিছুটা কমে আসবে।

অন্যদিকে নেদারল্যান্ডসের আমস্টারডাম, পোল্যান্ডের ওয়ারশ, যুক্তরাজ্যের লন্ডন, কাজাখিস্তানের আস্তানা, বেলজিয়ামের বেলারুশর বাসিন্দাদের ১৬ ঘণ্টা রোজা রাখতে হবে। ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, রোমানিয়ার বুখারেস্ট, কানাডার ওটা, বেলজিয়ামের সোফিয়া, ইতালির রোম, স্পেনের মাদ্রিদ শহরের বাসিন্দাদের।

পর্তুগালের লিবসন, গ্রিসের এথেন্স, চীনের বেইজিং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, তুরস্কের আঙ্কারা, উত্তর কোরিয়ার পিয়ংইয়ং, জাপানোর টোকিও, পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল, ইরানের তেহরান, ইরাকের বাগদাদ, লেবাননের বৈরুত, সিরিয়ার দামেস্ক, মিশরের কায়রো, ইসরাইল অধিকৃত জেরুজালেম, কুয়েতের কুয়েত সিটি, ফিলিস্তিনের গাজা, ভারতের নয়াদিল্লি, হংকংয়ের হংকং সিটি, বাংলাদেশের ঢাকা, ওমানের মাস্কাট, সৌদি আরবের রিয়াদ, কাতারের দোহা, আরব আমিরাতের দুবাই, ইয়েমেনের এডেন শহরের বাসিন্দারা ১২ ঘণ্টাব্যাপী রোজা পালন করবেন।

১৩ ঘণ্টা রোজা রাখবেন ইথিওপিয়ার আদ্দিজ আবাবা, সেনেগালের ডাকার, নাইজেরিয়ার আবুজা, শ্রীলঙ্কার কলম্বো, থাইল্যান্ডের ব্যাংকক, সুদানের খার্তুম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি, কেনিয়ার নাইরোবি, অ্যাঙ্গোলার লুয়ান্ডা, ইন্দোনেশিয়ার জার্কাতা, ব্রাজিলের ব্রাসিলিয়া, জিম্বাবুয়ের হারারে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাসিন্দারা।

১২ ঘণ্টারও কম সময় ধরে রোজা রাখবেন আর্জেন্টিনার বুয়েন্স আইরিস, প্যারাগুয়ের সিউদাদ দেল এস্তে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, উরুগুয়ের মন্টেভিডিও, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, চিলির পুয়ের্তো মন্ট এবং নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের বাসিন্দারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর