বর্তমানে বাজারে প্রচলিত মোবাইল ফোনের সেরা তালিকায় হয়ত নকিয়ার অবস্থান নেই। কিন্তু এটি এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে বিশ্বের সবাই বেশ পরিচিত। কয়েক বছর আগেও ফোন বিক্রিতে বিশ্বে শীর্ষে ছিল নকিয়া। ফিনল্যান্ডে তৈরি এই ফোন এমন এক অবস্থানে পৌঁছেছিল যে একটা সময় মনে হয়েছিল কেউ এর ধারে কাছেও যেতে পারবে না। কিন্তু বিশ্ব স্মার্টফোনের জগতে স্থানান্তরিত হওয়ার পর অ্যাপল এবং স্যামসাং এর মতো স্মার্টফোনের আধিপত্য শুরু হয়। ফলে শীর্ষস্থান থেকে নকিয়ার পতন ঘটে। এখন মানুষ নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে নকিয়া কেনার কথা চিন্তাও করে না।

nokia magic maxনকিয়া ম্যাজিক ম্যাক্স - ছবি সংগৃহীত

এমন অবস্থায় নকিয়া আইফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার উদ্দেশ্য নিয়ে বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন। সম্প্রতি নকিয়া নতুন লোগো চালু করেছে। এছাড়া একটি নতুন ইউজার ইন্টারফেস (ইউ আই) চালু করেছে, যা ডিজাইন এবং অ্যানিমেশনে অনেক পরিবর্তন হতে পারে।

নকিয়া এমন অনেক পরিবর্তন এনেছে যা ব্র্যান্ডকে আবার প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। একটি সূত্রের দাবি, নকিয়া এখন পুরোপুরি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। 

নকিয়ার নতুন স্মার্টফোনের নাম হবে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’। নকিয়া ম্যাজিক ম্যাক্সকে বলা হচ্ছে নকিয়ার পিওর ইউ আই প্রবর্তনকারী প্রথম নকিয়া ফোন যা কোম্পানির সর্বশেষ ইউজার ইন্টারফেস। অবশ্য অন্যান্য সূত্রের দাবি, এই ইউজার ইন্টারফেস নকিয়া স্মার্টফোনে নাও আসতে পারে। 

সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একাধিক তথ্য অনুযায়ী, নকিয়া ম্যাজিক ম্যাক্সে পরিচিত ডিজাইন থাকলেও এটি ইউনিক হবে। এটির সামনে একটি একটি ফুল স্ক্রীন বেজেলেস ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে পেছনের ক্যামেরা সেটআপ অ্যাপলের আইফোনের মতোই হবে।   

ডিভাইসটিতে আইফোন দ্বারা অনুপ্রাণিত ফ্ল্যাট এজেস থাকছে। পেছনের প্রান্তগুলো দেখতে আইফোনের চেয়ে গোলাকার হবে। এছাড়া রাউন্ড এজেস হাতের তালুতে কতটা আরামদায়ক হবে সেই চেষ্টা চালানো হয়েছে। 

নকিয়া ম্যাজিক ম্যাক্সের সামনে থাকছে একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এটির রিফ্লেশ রেট ১২০ হার্টজ। এতে ১০৮০×২৪০০ পিক্সেলস রেজুলেশনও থাকবে। ডিসপ্লের সর্বোচ্চ কেন্দ্রে একটি ৬৪ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকবে।

নকিয়ার নতুন এই স্মার্টফোনে সর্বাধুনিক এবং দক্ষ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ থাকবে। ডিভাইসটিতে থাকবে ৮, ১২ ও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ। 

এদিকে এই ফোনের অন্যতম সেরা ফিচার হবে ব্যাটারি লাইফ। ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা গেছে, আসন্ন নকিয়া ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে ৭ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি। ব্যাটারিটির দ্রুত চার্জিং ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র অনুযায়ী, নকিয়া স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৪০০ মার্কিন ডলার। ডিভাইসটি লাল, কালো, সবুজ এবং সোনালী রঙে পাওয়া যাবে। তবে নকিয়া এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। নকিয়া ম্যাজিক ম্যাক্স ২০২৩ সালের আগস্টে লঞ্চ করা হবে। 

সূত্র: গিজচায়না

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.