মহাকাশযান স্টারশিপে বিস্ফোরণের ব্যাপারে মুখ খুলেছেন আমেরিকান মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি বলেন, রকেটের পরীক্ষামূলক ফ্লাইটটিতে একটি ‘টর্নেডো শিলা‘ আঘাত হেনেছিল। স্টারশিপ ধ্বংসের পর কয়েক মাইল দূরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উৎক্ষেপণের চার মিনিটের মাথায় রকেটটিতে বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল। গতকাল শনিবার এক টুইটে তিনি এসব তথ্য দেন। এই ক্ষতিকে তিনি ‘বেশ ছোট‘ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন পোস্ট। 

starship burnবিস্ফোরণের পর আগুনে জ্বলছে স্টারশিপ

ইলন মাস্ক বলেন, রকেটটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ছিল। এই উৎক্ষেপণের মাধ্যমে কিছু উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। উৎক্ষেপণের পর তিনটি প্রথম পর্যায়ের ইঞ্জিন ব্যর্থ হয়। শেষপর্যন্ত ৩৯ কিমি উচ্চতায় মহাকাশযানটি ধ্বংস হয়ে যায়।

মাস্ক উল্লেখ করেন, গতিপথের বাইরে চলে গেলে রকেটটিতে স্বয়ংক্রিয় ফ্লাইট টার্মিনেশন সিস্টেম কার্যকর হয়। স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হওয়ার ডিজাইন করাই ছিল। তবে রকেটটি জ্বলতে ৪০ সেকেন্ড সময় নিয়েছে, যা খু্বই বেশি। এর অর্থ হতে পারে রকেটটিকে ওয়াটার-কুলড স্টিল প্লেট দিয়ে শক্তিশালী করতে হবে। কারণ উৎক্ষেপণের সময় লঞ্চপ্যাডের কংক্রিট ছিন্নভিন্ন হয়ে গেছে।

উৎক্ষেপণে ব্যর্থতার বিষয়টি তদন্ত করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, যান্ত্রিক নিরাপত্তা বিশ্লেষণের অনুমান ও ডেটার মধ্যে সামঞ্জস্যতা নিশ্চিত করতে ডেটা পর্যালোচনা করতে হবে। যাতে আর কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা না ঘটে। স্থল নিরাপত্তা এবং ফ্লাইটকেন্দ্রিক বিপদ যেন জনসাধারণকে স্পর্শ না করে, তা নিশ্চিত করতে হবে। তবে উৎক্ষেপণকেন্দ্রিক কোনো ব্যক্তি বা সরকারি সম্পত্তির ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থটি।

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসও এফএএর তদন্তে সমন্বয় করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রকেটটিতে প্রথম পর্যায়ের ইঞ্জিন ছিল ৩৩টি। তাতে ছিল অসংখ্য বড় কংক্রিটের খণ্ড, স্টিল শিট, ধাতু এবং অন্যান্য বস্তু। বিস্ফোরণের পর এগুলো হাজার হাজার ফুট দূরে ছিটকে যায়। রকেটটি দুটি অংশ নিয়ে গঠিত, একাংশ সুপার হেভি বুস্টার ও অপর অংশ স্টারশিপ মহাকাশযান।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.