বসতবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান,গাড়ি থেকে সেতু, এমনকি পিস্তল পর্যন্ত তৈরি করা হয়েছে থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে। নতুন চমক দেখিয়ে বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। খবর সিএনএন।

3d mosque 1থ্রি-ডি প্রিন্টেড মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই

দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে থ্রি-ডি প্রিন্টেড মসজিদ।

আইএসিএডি জানিয়েছে, দ্বিতল মসজিদটি হবে দুই হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে। মসজিদটিতে একসঙ্গে ৬০০ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।

আইএসিএডির প্রকৌশল বিভাগের প্রধান আলী মোহাম্মদ আলহালিয়ান আলসুওয়াইদি বলেন, মসজিদটি কংক্রিটের মিশ্রণ দিয়ে তৈরি করা হবে।

আলসুওয়াইদি আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মাণকাজ আগামী ২০২৫ সালের মার্চ নাগাদ সম্পন্নের আশা করা হচ্ছে।

আইএসিএডির তত্ত্বাবধানে হলেও থ্রি-ডি প্রিন্টেড মসজিদটি কারা বা কোন কোম্পানি নির্মাণ করছে, সেটি এখনই প্রকাশ করা হচ্ছে না।

আলসুওয়াইদি বলেন, আমরা মসজিদটিকে থ্রি-ডি প্রিন্টেড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটি একটি নতুন উদ্ভাবনী প্রযুক্তি এবং যা প্রচলিত ভবন নির্মাণ পদ্ধতির তুলনায় সম্ভাব্য সময় ও সম্পদের সাশ্রয় ঘটাতে পারে।

থ্রি-ডি প্রিন্টিং ব্যবহার করে ভবন নির্মাণের জন্য ডিজাইনের তথ্যের সঙ্গে প্রোগ্রাম সংযুক্ত বড় প্রিন্টিং মেশিনের প্রয়োজন হয়। এরপর প্রিন্টারে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল দিলেই অবকাঠামো তৈরি হবে।

থ্রি-ডি প্রিন্টেড কাঠামোর অধিকাংশই কংক্রিট থেকে তৈরি, তবে অন্যান্য উপকরণ যেমন কাদামাটিও ব্যবহার করা সম্ভব।

দুবাই বিশ্বের থ্রিডি-প্রিন্টিংয়ের রাজধানীতে পরিণত হয়েছে। এরইমধ্যে বৃহত্তম থ্রিডি প্রিন্টেড অবকাঠামোর জন্য বিশ্ব রেকর্ড করেছে দুবাই। ২০১৯ সালে শহরটিতে ৬৪০ বর্গমিটার এলাকাজুড়ে সাড়ে ৯ মিটার লম্বা মিউনিসিপ্যালিটি বিল্ডিং তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টেড প্রযুক্তিতে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.