বকনা বাছুরটির বয়স প্রায় এক বছর। এখনও মায়ের দুধ পান করছে। অথচ প্রতিদিন নিজেই দিচ্ছে আড়াই থেকে তিন লিটার দুধ। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নলছিয়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

cow calf give milkনিয়মিত দুধ দিচ্ছে বকনা বাছুর

স্থানীয়দের সূত্রে জানা গেছে, বকনা বাছুরটির মালিক আব্দুস ছালাম মিয়া। তার স্ত্রী পারভীন বেগমই প্রতিদিন সকাল বিকাল বকনা বাছুরটি থেকে দুধ সংগ্রহ করেন। তিনি জানান, নিয়মিত তিনি সকালে ও বিকেলে দেড় লিটার করে দিনে তিন লিটার দুধ সংগ্রহ করছেন। দুধ সংগ্রহ না করলে বাছুরটির ওলান থেকে দুধ ঝরে পড়তে থাকে। আশ্চর্যজনক এ দৃশ্য দেখতে উৎসুক জনতা আব্দুস ছালাম মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

পারভীন বেগম আরও জানান, ৭-৮ মাস আগে তারা ১ লাখ ৩ হাজার টাকায় বাছুরসহ গরুটি কিনে লালন-পালন করতে শুরু করেন। মা গরুটি শুরু থেকেই প্রতিদিন ৩-৪ লিটার করে দুধ দিত। গত রমজান মাসে গরুটির সাথে তার বাছুরটিকে নদীতে গোসল করাতে নিয়ে গেলে সেটির ওলান ফোলা দেখতে পান তারা। তারা ধারণা করেন- সেখানে বোধ হয় দুধ জমেছে। সে সময় বাছুরটিকে দোয়ানো হলে আধা লিটার দুধ পাওয়া যায়।

পারভীন জানান, প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পাওয়া গেলেও পরে এর পরিমাণ বেড়েছে। শুরুতে এই দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ালেও এখন তার পরিবারের সদস্যরাই এই দুধ পান করছেন। মাঝে মধ্যে প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দেন এই দুধ।

তিনি আরও জানান, এক বছর বয়সী বকনা বাছুরটি এভাবে দুধ দেওয়ায় আমরা অবাক হয়েছি। প্রতিবেশীরাও বিষয়টি প্রথম বিশ্বাস করছিল না। পরে আব্দুস ছালামের বাড়িতে গিয়ে তারা ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, হরমোনজনিত কারণে এমনটা হতে পারে। অস্বাভাবিক ঘটনা হলেও ওই দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ দুধ পান করতে কোনো সমস্যা নেই।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.