৫ বোর্ডে এসএসসি পরীক্ষা স্থগিত
- Details
- by শিক্ষা
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ৫টি শিক্ষা বোর্ডে আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
একটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা
পাঁচটি শিক্ষা বোর্ড হচ্ছে, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
তবে ওই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে দেশের সমুদ্রবন্দরগুলোতে চার নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৫টি শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর