আপনি পড়ছেন

ভারতের উড়িষ্যা রাজ্যে রোববার একটি মালবাহী ট্রেন লাইনচ্যুতির খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় বালাসোরে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মধ্যে প্রাণঘাতি দুর্ঘটনার দুইদিনের মাথায় এ ঘটনা ঘটল। ডুংড়ি চুনাপাথর খনি থেকে মাল বোঝাই করে বড়গড়ের এসিসি সিমেন্ট কারখানায় যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়।

odisha goods trainউড়িষ্যার বড়গড়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে

জানা গেছে, ডুংড়ি থেকে বড়গড় যাওয়ার পথে মেনধাপালিতে একটি চুনাপাথরবোঝাই ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির কমপক্ষে পাঁচটি বগি ট্র্যাকের বাইরে পড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারতের ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মালবাহী ট্রেন লাইনচ্যুতির সঙ্গে ইন্ডিয়ান রেলওয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। যে ট্র্যাকে ট্রেন লাইনচ্যুত হয়েছে সেটা পুরোপুরিভাবে একটি সিমেন্ট কোম্পানির মালিকানাধীন। ন্যারো গেজ লাইনটির পুরো অবকাঠামো- রোলিং স্টক, ইঞ্জিন, ওয়াগন, ট্রেন ট্র্যাক সবকিছু ওই কোম্পানি রক্ষণাবেক্ষণ করে। রেলওয়ের এতে কোনো ভূমিকা নেই।

এদিকে শুক্রবারের দুর্ঘটনার পর আজ প্রথমবারের মতো বালাসোরে মেরামতকৃত রেললাইনে একটি যাত্রীবাহী ট্রেন পাড়ি দিয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় পুরি বন্দে ভারত এক্সপ্রেস রেললাইনের অংশটি অতিক্রম করে যায়।

ট্রেন দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে বলে সামাজিকমাধ্যমে এক পোস্টে সতর্ক করেছে উড়িষ্যা পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে জিআরপির তদন্ত চলছে জানিয়ে উড়িষ্যা পুলিশ বলেছে, ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পরপর জাতি-ধর্ম নির্বিশেষে মানুষ কিভাবে দুর্গতদের উদ্ধারে ও তাদের চিকিৎসার প্রয়োজনে সাড়া দিয়েছে, সবার দৃষ্টি সেদিকে নিবদ্ধ রাখা উচিত।

আগামী বছরের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি উড়িষ্যা ট্রেন দুর্ঘটনাকে সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ দিতে পারে বলে অভিযোগ করেছেন ভারতের কয়েকজন সাংবাদিক ও সেলিব্রিটি। বিজেপির নামোল্লেখ না করে এক টুইটে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন, ‘আমি বাজি ধরে বলতে পারি যে ‘তারা’ এই মর্মান্তিক ঘটনাকে সাম্প্রদায়িক উসকানির সুযোগ হিসেবে ব্যবহার করবে। সবচেয়ে বড় কথা নির্বাচন আসছে।’

দুর্ঘটনার দায়ে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর পদত্যাগের দাবি জানিয়েছে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। কংগ্রেস, শিব সেনা (উদ্ভব), এনসিপি, তৃণমূলের একাধিক নেতা গত দুইদিনে অশ্বিনী বৈষ্ণর পদত্যাগের কথা বলেছেন। আজ সকালে জেডি-ইউ প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, আমি রেলমন্ত্রী থাকাকালে পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। ওইদিনই আমি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। অশ্বিনী বৈষ্ণ পদত্যাগ করা উচিত কিনা সে বিষয়ে আমি কিছু বলব না।

এদিকে রেল মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিবিআইকে তদন্তের ভার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সিবিআই একটি ফৌজদারি তদন্ত সংস্থা এ কথা উল্লেখ করে তৃণমূলের এমপি মহুয়া মৈত্র বলেছেন, তদন্ত ভিন্ন খাতে নিতে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও ব্যর্থতা ধামাচাপা দিতে বিজেপি সরকার ট্রেন দুর্ঘটনায় সিবিআইকে টেনে আনছে।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.