‘নাসিরের চেয়ে শুভাগত হোম ভালো’ নিউজিল্যান্ড সিরিজে নাসির দলে জায়গা না পাওয়ার কারণ হিসেবে বলেছিলেন প্রধান নির্বাচক। কথাটা অনেকেই বিশ্বাস করেননি। নাসির হয়তো বড় কষ্টই পেয়েছিলেন। তবে মুখে কিছু বলার সুযোগ নেই। কিন্তু নাসিরের ব্যাটকে আটকাবে কে? ব্যাট হাতেই ‘অবজ্ঞা’র জবাব দিয়ে চলেছেন এই অলরাউন্ডার।
789101213
জাতীয় ক্রিকেট লীগে গতকালই সেঞ্চুরি করেছিলেন। আজ বৃহস্পতিবার সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিনত করেছেন নাসির। যেটা নাসিরের জন্য একটা রেকর্ডও। আন্তর্জাতিক, ঘরোয়া সব মিলিয়ে এই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নাসির।
নিউজিল্যান্ডে পরপর দুই ম্যাচে বাংলাদেশের হার। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের একটা বড় সুযোগই পেয়েছিল মাশরাফির দল। কিন্তু ব্যাটিংয়ে তালগোল পাকিয়ে ৬৭ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। ইশ! নাসির যদি থাকতেন দলে। অনেকেই হয়তো আফসোস করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পরও নাসির শূণ্যতার কথা উঠেছিল।
নিয়মিতই ভালো খেলে যাচ্ছিলেন নাসির। সর্বশেষ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। কিন্তু তারপরও ‘শুভাগত হোমের চেয়ে ভালো’ না হওয়াতে জাতীয় দলে সুযোগ পাননি। তবে নাসিরের দলে জায়গা না পাওয়ার আসল কারণ যে অন্য সেটা ক্রিকেটপাড়ায় অজানা নয়।
গতকাল ১০৫ রানে অপরাজিত ছিলেন। আজ সেখান থেকে আউট হয়েছেন ২০১ রানে গিয়ে। ৩৪৩ বল খেলে ২৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অসাধারণ ইনিংসটি সাজিয়েছেন নাসির। যাতে রংপুর বিভাগও বেশ সুবিধাজনক স্থানে। প্রথম ইনিংস নয় উইকেটে ৩৯৮ রানে ঘোষণা করেছে রংপুর। ফলে ইনিংস হারের শঙ্কাতে পরেছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে সিলেট।