আপনি পড়ছেন

বন্দর নগরী চট্টগ্রামের কিছু অংশে রাতভর বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ২৯টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড। অন্যান্য কেন্দ্রে যথাসময়েই পরীক্ষা শুরু হয়েছে।

logo chittagong education boardমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র বলেন, বোর্ডের অন্যান্য কেন্দ্রে পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও চট্টগ্রাম মহানগরীর ২৭টি কেন্দ্রে এবং হাটহাজারীর আরও দুটি কেন্দ্রে সকাল ১১টায় পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের ১০ দিন পর ২৭ আগস্ট থেকে শুরু হলো। দেশের অন্যান্য আটটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছে ১৭ আগস্ট।