সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- Details
- by গণমাধ্যম
যুক্তরাষ্ট্রের অলাভজনক, শিক্ষামূলক সংস্থা ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই) সাংবাদিকদের জন্য ফেলোশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন
ডব্লিউপিআই এর ১০টি স্লট ফেলোশিপের জন্য প্রতি বছর সাংবাদিকেরা আবেদন করতে পারেন। ফেলোশিপ প্রত্যাশীদের মধ্য থেকে সেরা সাংবাদিকদের নির্বাচিত করে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক ও কর্পোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি।
আবেদনের যোগ্যতা
১. সাংবাদিকতায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. ফটো সাংবাদিক, কার্টুন সম্পাদক , কলামিস্ট এবং সম্প্রচার সাংবাদিক ফেলোশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
৩. সাংবাদিকদের তত্ত্বাবধান করেন যারা, তারা যদি কর্মরত সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর থাকেন, তাহলে তারাও আবেদন করতে পারেন।
৪. ইংরেজি ভাষায় লেখা, কথা বলায় পারদর্শী হতে হবে।
৫. তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না।
৬. আগ্রহী প্রার্থীদের নেতৃত্বগুণ থাকতে হবে।
৭. মার্কিন নাগরিক নন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন এমন সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
১. যাতায়াতের জন্য বিমান ভাড়া
২. আবাসন সুবিধা
৩. খাবারের জন্য দৈনিক ভাতার ব্যবস্থা।
আবেদনের সময়সীমা
আগ্রহী সাংবাদিকরা ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডব্লিউপিআই এর ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের মে মাসে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://worldpressinstitute.org/how-to-apply/।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর