আপনি পড়ছেন

সরকার ৯১টি নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে তার মাসিক পে অর্ডার (এমপিও) সুবিধার আওতাভুক্ত করেছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঁচটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অন্তর্ভুক্তির কথা প্রকাশ করা হয়।

logo ministry of educationশিক্ষা মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সরকার থেকে মূল বেতন এবং অন্যান্য কিছু ভাতা পেয়ে থাকেন। তবে কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও সুবিধা নিতে কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছে।

শর্ত অনুযায়ী, শুধুমাত্র বেসরকারি শিক্ষক রেজিস্ট্রেশন ও সার্টিফিকেশন পরীক্ষা ব্যবস্থা চালুর আগে যাদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল তারাই স্বয়ংক্রিয়ভাবে এমপিও সুবিধা ভোগ করবেন। পরে নিয়োগপ্রাপ্তদের এমপিও সুবিধা পেতে পরীক্ষার সনদ দেখাতে হবে।

এমপিও সুবিধার জন্য বিবেচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হতে পারে। তবে যোগ্যতা ফিরে পেলে এমপিও পুনরায় চালু করা হবে।

এছাড়া নতুন অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া নথিতে কোনো ধরনের অসঙ্গতি বা মিথ্যাচার পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জানুয়ারিতে কর্তৃপক্ষ আরও ২৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে।